নিজস্ব প্রতিবেদক
ইউনিক আইডি দিতে পাইলটিংয়ের জন্য নির্বাচিত ৮০টি ইবতেদায়ি মাদ্রাসার শিক্ষার্থীদের তথ্য এন্ট্রির নির্দেশ দিয়েছে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর। শিক্ষার্থীদের ইউনিক আইডি দিতে এসব প্রতিষ্ঠানের শিক্ষকদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে। আগামী ২৭ অক্টোবরের মধ্যে আইপিইএমআইএস সফটওয়্যারে এসব প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের তথ্য এন্ট্রি দিতে হবে।
মঙ্গলবার (১৮ অক্টোবর) মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর থেকে এসব স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসার প্রধানদের চিঠি পাঠিয়ে বিষয়টি জানানো হয়েছে।
জানা গেছে, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের প্রাথমিক পর্যায়ের শিক্ষার্থীদের প্রোফাইল প্রণয়ন প্রকল্পের পক্ষ থেকে গত ১২ অক্টোবর মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরে পাঠানো এক চিঠিতে ১৩ থেকে ২৭ অক্টোবরের মধ্যে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে (www.dpe.gov.bd) আইপিইএমআইএস সফটওয়্যারে আইডি ও পাসওয়ার্ড দিয়ে লগইন করে পাইলটিংয়ের জন্য নির্বাচিত ৮০টি ইবতেদায়ি মাদ্রাসার তথ্য এন্ট্রি করতে বলা হয়েছিলো। সে নির্দেশনা অনুসারে মঙ্গলবার ইবতেদায়ি মাদ্রাসাগুলোর প্রধানদের চিঠি পাঠিয়েছে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর।
অধিদপ্তরের পাঠানো চিঠিতে আগামী ২৭ অক্টোবরের মধ্যে নির্ধারিত লিংকে আইপিইএমআইএস সফটওয়্যারে লগইন আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে শিক্ষার্থীদের তথ্য এন্ট্রির জন্য বলা হয়েছে।
Discussion about this post