শিক্ষার আলো ডেস্ক
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) মাস্টারদা সূর্যসেন হলের দেয়ালে দেয়ালে হল প্রভোস্ট অধ্যাপক মোহাম্মদ মকবুল হোসেন ভুঁইয়ার মৃত্যু সংবাদের পোস্টার লাগিয়ে দিয়েছেন শিক্ষার্থীরা।
গত মঙ্গলবার (১৮ অক্টোবর) এমন একটি পোস্টার হলের বিভিন্ন স্থানে দেখা গেছে। পাশাপাশি ওই পোস্টারের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমেও ভাইরাল হয়েছে।
পোস্টারে লেখা রয়েছে, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাস্টারদা সূর্য সেন হলের প্রভোস্ট মকবুল হোসেন ভুঁইয়া ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহ … রাজিউন)। তার অকাল প্রয়াণে মাস্টারদা সূর্য সেন হল পরিবার অত্যন্ত শোকাহত। তিনি ১ ছেলে, ১ মেয়ে, স্ত্রী এবং অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। শোকান্তে : মাস্টারদা সূর্য সেন হল পরিবার।’
শিক্ষার্থীদের অভিযোগ, হল প্রভোস্ট অধ্যাপক মোহাম্মদ মকবুল হোসেন ভুঁইয়া নিয়মিত হলে আসেন না। এতে ছাত্রদের নানা ভোগান্তিতে পড়তে হয়।
এ বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষার্থী বলেন, প্রভোস্ট স্যার হলে সময় দেন না। কোনো অভিযোগ জানানোর সুযোগ নেই। হলের ক্যান্টিন বন্ধ, ওয়াশরুম প্রায় বন্ধ। ডাইনিং-এ গ্যাস সংকটসহ নানা সমস্যা লেগেই আছে। কিন্তু ওনাকে কোথাও খুঁজেও পাওয়া যায় না। তাই ক্ষুব্ধ শিক্ষার্থীরা প্রতিবাদ স্বরূপ এ বিজ্ঞপ্তি সাঁটিয়েছে।
এ প্রসঙ্গে সূর্যসেন হলের প্রভোস্ট অধ্যাপক মোহাম্মদ মকবুল হোসেন ভুঁইয়া বলেন, কে পোস্টার লাগিয়েছে, কী উদ্দেশ্যে লাগিয়েছে এটা খোঁজ নিতে হবে। সারাক্ষণ হলে স্টাফ, কেয়ারটেকার ও হাউজ টিউটররা আছেন। তাদের কাছে কেউ অভিযোগ করছে না। উদ্দেশ্যপ্রণোদিতভাবে কেউ এটা করেছে।
উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বলেন, এ ধরনের কাজ হলো মূল্যবোধহীন রূঢ় তামাশা। ঢাকা বিশ্ববিদ্যালয় পরিবারের কোনো সদস্য এ ধরনের মূল্যবোধ পোষণ করে না। অনেক সময় অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে, এটা এ ধরনের কোনো একটা বিষয় হবে। শিক্ষার্থীরা সুন্দরভাবে অভিযোগ জানাতে পারত।
Discussion about this post