নিজস্ব প্রতিবেদক
নতুন করে ২২৯টি কলেজে পদ সৃষ্টির জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ে সুপারিশ পাঠিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ। শিক্ষা মন্ত্রনালয়ের এ বিভাগটির ২০২১-২২ বর্ষের বার্ষিক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
এছাড়াও ১৪০টি কলেজের পদ সৃষ্টির জন্য অর্থ বিভাগের প্রেরণ এবং ৬৭টি কলেজ পদ সৃষ্টির জন্য প্রশাসনিক উন্নয়ন সংক্রান্ত সচিব কমিটিতে প্রেরণ করা হয়েছে। ৩২৫টি কলেজের মধ্যে ৩১২টির বাছাই কার্যক্রম সম্পন্ন হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।
জানা যায়, চলতি বছরে ২৭টি কলেজ জাতীয়করণ, ৮টি কলেজে এডহক নিয়োগ প্রদান করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ। নিম্ন মাধ্যমিক পর্যায়ে ৪৪টি, মাধ্যমিক পর্যায়ে ৪৫টি ও উচ্চ মাধ্যমিক পর্যায়ে ১৬টি শিক্ষা প্রতিষ্ঠানে পাঠদানের অনুমতি এবং নিম্ন মাধ্যমিক পর্যায়ে ৮১টি, মাধ্যমিক পর্যায়ে ৮০টি ও উচ্চ মাধ্যমিক পর্যায়ে ১৮টি শিক্ষা প্রতিষ্ঠানে একাডেমিক স্বীকৃতির অনুমতি প্রদান করেছে শিক্ষা বিভাগ।
বেসরকারি ১২টি কলেজ স্থাপন, ৯টি বেসরকারি কলেজের পাঠদান অনুমতি, ১৩টি বেসরকারি কলেজের একাডেমিক স্বীকৃতি, ৩টি বেসরকারি কলেজে বিষয় খোলা, ৩টি বেসরকারি কলেজে বিভাগ খোলার অনুমতি দিয়েছে।
বেসরকারি স্কুল সরকারিকরণের পরে শিক্ষক-কর্মচারীদের আত্তীকরণের লক্ষ্যে ২৩টি শিক্ষা প্রতিষ্ঠানের জন্য ৬৪৬টি পদ সৃজনের অনুমোদন গ্রহনের জন্য প্রশাসনিক উন্নয়ন সংক্রান্ত সচিব কমিটিতে উপস্থাপন করা হয়েছে।
বার্ষিক প্রতিবেদনে আরো বলা হয়, স্নাতক ও সমমান পর্যায়ে দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীর মাঝে উপবৃত্তি ও টিউশন ফি বাবদ ১ লাখ ৩৯ হাজার ৫৫৩ জনকে ৭৪ কোটি ৮২লাখ ৩১ হাজার ৭০০ টাকা মোবাইল ও অনলাইন ব্যাংকিং-এর মাধ্যমে বিতরণ করা হয়েছে।
দুর্ঘটনায় গুরুতর আহত দরিদ্র ও মেধাবী ৮ শিক্ষার্থীকে এককালীন চিকিৎসা সহায়তা হিসেবে ৩ লাখ টাকা প্রদান করা হয়েছে। ১৬০টি শিক্ষা প্রতিষ্ঠানকে এক লাখ টাকা করে ১ কোটি ৬০ ষাট লাখ টাকা আর্থিক অনুদান দেয়া হয়েছে।
Discussion about this post