নিজস্ব প্রতিবেদক
জাতীয় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ৩০ বছর উপলক্ষে শুক্রবার (২১ অক্টোবর) রাজধানীর নগর কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মশিউর রহমান বলেন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি ও অনার্সে আইসিটি, অন্ট্রাপ্রেনারশিপ এবং সফট স্কিল- এই তিন বিষয় বাধ্যতামূলক করা হবে।
এছাড়া আগামী বছর থেকে ১২টি বিষয়ে এক বছরের পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা (পিজিডি) কোর্স চালু করবে জাতীয় বিশ্ববিদ্যালয়।
তিনি জানান, আইসিটি, অন্ট্রাপ্রেনারশিপ এবং সফট স্কিল অনার্স ও ডিগ্রি পর্যায়ে বাধ্যতামূলক করা হবে। যেমন বাংলাদেশের অভ্যুদয় বাধ্যতামূলক রয়েছে।
তিনি বলেন, পিজিডি প্রেগ্রামগুলো শর্ট কোর্স হিসেবেও থাকবে। যাতে অনার্স ও ডিগ্রি পাসের সঙ্গে তারা একটি শর্ট কোর্সেরও সনদ পায়। তবে এগুলো বাস্তবায়ন করতে শিক্ষক প্রয়োজন হবে। সিইডিপিতে আমাদের একটা ফান্ড রয়েছে। ওই ফান্ড নিয়ে তাদের মালয়েশিয়ায় যাওয়ার কথা ছিলো। যেহেতু যাওয়া হয়নি ওই ফান্ড আমরা এনে কিছু শিক্ষক প্রশিক্ষণ করাবো।
কবে শুরু করা হবে বিষয়ে উপাচার্য বলেন, ‘আগামী বছর শুরুর দিকে চালু করার উদ্যোগ নিয়েছি। বাড়ি ভাড়াটা হয়ে গেলে আগামী বছর জানুয়ারি বা ফেব্রুয়ারিতে শুরু করতে পারবো।
উপাচার্য আরো জানান, তারা দক্ষতাভিত্তিক পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা কোর্স চালু করতে যাচ্ছেন। আগামী বছরের শুরু থেকে পর্যায়ক্রমে এসব কোর্স চালু করা হবে। এ ধরনের মোট ১২টি ডিপ্লোমা কোর্স চালুর সিদ্ধান্ত হয়েছে বলে জানান উপাচার্য।
কোর্সগুলো হল- ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি (আইসিটি), ল্যাংগুয়েজ ইংলিশ অ্যান্ড অ্যারাবিক, অন্ট্রাপ্রেনারশিপ, ফার্মিং টেকনোলজি, ডাটা অ্যানালাইসিস, ট্যুরিজম অ্যান্ড ট্রাভেল ম্যানেজমেন্ট, সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট, ডিজিটাল মার্কেটিং, ক্যাপিটাল মার্কেট অ্যান্ড ইনভেস্টমেন্ট, সার্টিফাইড অ্যাকাউন্টিং টেকনিশিয়ান, সাইবার সিকিউরিটি, সিকিউরিটি ম্যানেজমেন্ট।
Discussion about this post