ক্রীড়া ডেস্ক
ব্যক্তিগত উদ্যোগে করোনাকালে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন ক্রিকেটাররা। শুধু কী তাই, উদ্যোগ নিয়েছেন নিজেদের ব্যবহৃত ব্যাট, জার্সি, কিংবা বিভিন্ন স্মারক নিলামে তোলার। ইতিমধ্যে সাকিব আল হাসান তার ব্যাট বিক্রি করেছেন নিলামে। তার পথ ধরে এই তালিকায় যুক্ত হচ্ছেন মাশরাফি মুর্তজা-মুশফিকুর রহিমসহ আরও কয়েক ক্রিকেটার।
সাকিবের বিশ্বকাপ মাতানো ব্যাট নিলামে তুলে আত্মপ্রকাশ করে ‘অকশন ফর অ্যাকশন’ নামক নিলাম প্লাটফর্মটি। সেখানে সাকিবের ব্যাটটি পাওয়ার জন্য দেশ-বিদেশ থেকে ব্যাপক সাড়া পড়ে। শেষ পর্যন্ত ২০ লাখ টাকায় সেটি কিনে নেন যুক্তরাষ্ট্র প্রবাসী এক বাংলাদেশি। একই প্রতিষ্ঠানে মাশরাফির স্মারকও নিলামে তোলা হবে।
কিন্তু সেটি জার্সি, কেডস নাকি বল, সেটা এখনও নিশ্চিত হওয়া যায়নি। তবে শোনা যাচ্ছে, ‘মাশরাফি’ লেখা রুপার ব্রেসলেটটি নিলামে তুলবেন কিছুদিন আগেই ওয়ানডের নেতৃত্ব ছাড়া এই পেসার। সাকিবের ব্যাটের মতো মাশরাফির স্মারকের অর্থও ব্যয় হবে করোনাভাইরাসে ক্ষতিগ্রস্তদের সেবায়।
মুশফিক আগেই ঘোষণা দিয়েছেন শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের হয়ে প্রথম ডাবল সেঞ্চুরি করা ব্যাটটি তিনি নিলামে তুলবেন। সাকিবের ব্যাট নিলামে দেওয়া ‘অকশন ফর অ্যাকশন’ পেজের সঙ্গে ইতিমধ্যে মাশরাফি ও মুশফিক নিলামের ব্যাপারে আলোচনা করেছেন। শিগগিরিই নিলাম প্রক্রিয়া শুরু হবে।
অভিষেকে সেঞ্চুরি করে হৈচৈ ফেলে দেওয়া মোহাম্মদ আশরাফুলও নিলামে সঙ্গী হতে চান তাদের। সাবেক অধিনায়ক যে ব্যাট দিয়ে টেস্টে সর্বকনিষ্ঠ সেঞ্চুরিয়ানের রেকর্ড গড়েছিলেন, সেটি নিলামে তুলবেন। একই সঙ্গে ২০০৫ সালে ন্যাটওয়েস্ট সিরিজে অস্ট্রেলিয়াকে হারানোর দিনে সেঞ্চুরি করা ব্যাটটিও নিলামে তুলতে যাচ্ছেন তিনি। অভিষেক টেস্টে সেঞ্চুরি করা ব্যাটের ভিত্তিমূল্য ১৫ লাখ টাকা নির্ধারণ করার ইচ্ছা তার।
এছাড়া লিটন দাস ভারতের বিপক্ষে এশিয়া কাপের ফাইনালে ১১৭ বলে ১২১ রানের ইনিংস খেলা ব্যাট ও সাইফউদ্দিন তার সবচেয়ে প্রিয় বল- যেখানে বিরাট কোহলি, মহেন্দ্র সিং ধোনি, সাকিব আল হাসানের অটোগ্রাফ নিয়েছেন, সেটি নিলামে তুলতে চান। ২০১৭ সালে শ্রীলঙ্কার বিপক্ষে হ্যাট্রিক করা বল নিলামে তুলছেন তাসকিন আহমেদ। সৌম্য সরকার দিচ্ছেন নিউজিল্যান্ডের বিপক্ষে করা প্রথম সেঞ্চুরির ব্যাট। এনামুল হক তুলছেন এশিয়া কাপে পাকিস্তানের বিপক্ষে সেঞ্চুরি পূরণ করা ব্যাটটি।
Discussion about this post