নিজস্ব প্রতিবেদক
গত ৭ এপ্রিল সংসদ টেলিভিশনে শুরু হয়েছে প্রাথমিক স্তরের ক্লাস সম্প্রচার। সংসদ বাংলাদেশ টিভির মাধ্যমে থেকে প্রাক-প্রাথমিক থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত রেকর্ড করা ক্লাস সম্প্রচার করা হচ্ছে। ‘ঘরে বসে শিখি’ শিরোনামে এ কার্যক্রম শুরু হয়েছে। এতদিন সকাল ৯ টা থেকে বেলা ১১টা পর্যন্ত সংসদ টিভিতে প্রাথমিকের ক্লাস প্রচার হচ্ছিল। কিন্তু রমজানের কারণে সে সময়ে পরিবর্তন আনা হয়েছে। এখন থেকে সকাল ৯টা ৪০ মিনিট থেকে ১০টা ৪০ মিনিট পর্যন্ত সংসদ টিভিতে প্রাথমিক পর্যায়ে তিনটি ক্লাস প্রচার করা হবে।
শনিবার (২৫ এপ্রিল) এ পরিবর্তন এনে ২৬ এপ্রিল থেকে ৪ মে পর্যন্ত সংসদ টিভিতে প্রাথমিকের ক্লাস সম্প্রচারের সংশোধিত রুটিন প্রকাশ করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।
জানা গেছে, সকাল ৯টা ৪০ মিনিট থেকে ১০ টা ৪০ মিনিট পর্যন্ত প্রাক-প্রাথমিক থেকে পঞ্চম এই ছয় শ্রেণির তিনটি ক্লাস সংসদ টিভিতে প্রচার করা হবে। প্রতিটি ক্লাস হবে ২০ মিনিটের।
সম্মানিত পাঠকদের জন্য সংসদ টিভিতে প্রাথমিকের ক্লাস সম্প্রচারের সংশোধিত রুটিন তুলে ধরা হল।
Discussion about this post