প্রযুক্তি ডেস্ক
বাংলাদেশ থেকে ৬টি ফেসবুক গ্রুপকে কমিউনিটি এক্সেলারেটর প্রোগ্রামের জন্য নির্বাচন করেছে ফেসবুক। এশিয়া প্যাসিফিক কমিউনিটি এক্সেলারেটর (এপিএসসি) কর্মসূচির জন্য নির্বাচিত বাংলাদেশি ছয়টি ফেসবুক গ্রুপ হলো, কাস্ট অ্যাওয়ে অন দ্য মুন, অপরাজিতা, পেন্সিল, ফুডব্যাংক, স্কুল অব ইঞ্জিনিয়ার্স ও উইমেন অ্যান্ড ই-কমার্স ট্রাস্ট (উই)।
আগামী ৪ নভেম্বর সিঙ্গাপুরে অনুষ্ঠিতব্য মেটা কমিউনিটি পার্টনারশিপ টিমস এপিএসসি রিজিওনাল পার্টনার ইভেন্ট অনুষ্ঠানে অংশ নেওয়ারও সুযোগ পাবেন এসব গ্রুপের অ্যাডমিনরা।
সংশ্লিষ্টরা বলছেন, ফেসবুক যে কমিউনিটিভিত্তিক লিডারশিপের ওপর প্রাধান্য দিচ্ছে, এই আমন্ত্রণ তারই প্রমাণ। চলতি বছর এই কর্মসূচির জন্য সারাবিশ্ব থেকে ১৩৫টি গ্রুপকে মেটা (ফেসবুকের মূল প্রতিষ্ঠান) নির্বাচিত করেছে বলে জানা গেছে।
এ বিষয়ে উইমেন অ্যান্ড ই-কমার্স ট্রাস্ট’র (উই) প্রেসিডেন্ট নাসিমা আক্তার নিশা বলেন, ‘এই স্বীকৃতি আমাদের কাজের জায়গাটাকে দায়িত্ববোধে পৌঁছে দিল। আমার বিশ্বাস, এই আয়োজনের মাধ্যমেই দেশের নারীদের জন্য মেটা’র নানা সুযোগ তৈরি করে দিতে পারবো।’
Discussion about this post