শিক্ষার আলো ডেস্ক
আবারো শুরু হচ্ছে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনলাইনের মাধ্যমে ফের শিক্ষক বদলির আবেদন। এ জন্য সফটওয়্যার আপগ্রেডের কাজ শুরু করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। আগামী মাসের প্রথম সপ্তাহে এ প্রক্রিয়া শুরু হতে পারে। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের দায়িত্বশীল একাধিক কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেন।
তাঁরা জানিয়েছেন, বদলিসংক্রান্ত সফটওয়্যার আপগ্রেড করার উদ্যোগ নেওয়া হয়েছে। বদলি নির্দেশিকায় যেসব পরিবর্তন আনা হয়েছে, তা সফটওয়্যারে যুক্ত করার পর বদলির আবেদন নেওয়া হবে। বদলির আবেদন আপাতত চলবে উপজেলা পর্যায়ে। এ বিষয়ে অধিদপ্তরের মহাপরিচালক শাহ রেজওয়ান হায়াত বলেন, সম্প্রতি বদলি নির্দেশিকার কিছু শর্ত সংশোধন করা হয়েছে। এর পরিপ্রেক্ষিতে আবারও বদলির আবেদন শুরুর বিষয়টি ইতিবাচকভাবে দেখা হচ্ছে।
গত ১৮ অক্টোবর সমন্বিত অনলাইন বদলি নির্দেশিকার কিছু শর্ত সংশোধনের আদেশ জারি করা হয়। কিছু শর্তের কারণে বদলির আবেদনই করতে পারেননি অনেক শিক্ষক।
এখন চারজন বা এর চেয়ে কমসংখ্যক শিক্ষক আছেন এমন বিদ্যালয়ের শিক্ষকরাও বদলির আবেদন করতে পারবেন। তবে তা ওই বিদ্যালয়ে নতুন শিক্ষক পদায়ন হওয়ার পর অথবা প্রতিস্থাপন সাপেক্ষে কার্যকর হবে। এ ছাড়া দুই শিফটের বিদ্যালয়ের যে শিফটে শিক্ষার্থী সংখ্যা বেশি, সেই শিফটের শিক্ষার্থী হিসাব করে ১: ৪০ অনুপাত ধরে হিসাব করা হবে।
এক উপজেলা থেকে অন্য উপজেলায় বদলির ১০ শতাংশের শর্তও শিথিল করা হয়েছে। শিক্ষক স্বামী/স্ত্রী স্থায়ী ঠিকানায় বদলি হতে ইচ্ছুক হলে শূন্য পদের বিপরীতে বদলি করা যাবে। বদলির অনলাইন আবেদন শুরু হয় ১৫ সেপ্টেম্বর, চলে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত। পরে ৬ অক্টোবর পর্যন্ত সময় বাড়ানো হয়।
Discussion about this post