নিজস্ব প্রতিবেদক
ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত রাজধানীর সরকারি সাত কলেজের ২০২১ সালের অনার্স ৪র্থ বর্ষের অনিয়মিত ও মানোন্নয়ন (পুরাতন সিলেবাস) পরীক্ষার ফরম পূরণের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
রোববার (২৩ অক্টোবর) সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রকের অফিস থেকে বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে। পরীক্ষা নিয়ন্ত্রক মোঃ বাহালুল হক চৌধুরীর সই করা বিজ্ঞপ্তিতে জানানো হয়, ফরম পূরণ শুরু হবে ২৫ অক্টোবর এবং শেষ হবে ৭ নভেম্বর। এই সময়ের মধ্যে সাত কলেজের ২০২১ সনের ৪র্থ বর্ষ অনার্স অনিয়মিত ও মানোন্নয়ন পরীক্ষার্থীদের আবেদন ফরম পূরণ ও কলেজ কর্তৃপক্ষের পূরণ করা ফরম ভেরিফিকেশন করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পাঠাতে হবে।
শিক্ষার্থীরা কিভাবে আবেদন ফরম পূরণ করবেন তা সম্পর্কে জানানো হয়েছে, প্রথমে অনলাইনে আবেদন ফরম পূরণের জন্য আবেদনকারীকে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (7college.du.ac.bd) ফরম ফিলাপ বাটনে ক্লিক করে সাইন আপ করে নিজের রেজিস্ট্রেশন নম্বর ও পাসওয়ার্ড দিতে হবে। পরে ওয়েবসাইটে দেওয়া নির্দেশনা অনুযায়ী নিজের ডাটা এন্ট্রি করতে হবে। ডাটা এন্ট্রির প্রক্রিয়া সম্পন্ন হলে শিক্ষার্থী একটি প্রিভিউ দেখতে পারবেন।
অতঃপর পূরণকৃত ডাটা সঠিক থাকলে অনলাইন থেকে একটি পূরণ করা আবেদন ফরম প্রিন্ট করে নিতে হবে। পূরণ করা এই ফরম পরীক্ষার্থীর বিষয় কোড ও পরীক্ষার বিষয় সহ পরীক্ষার্থীর ব্যক্তিগত তথ্যাবলী উল্লেখ থাকবে। অনলাইনে ফরম পূরণে কোন শিক্ষার্থী তার এই তথ্যে ভুল করলে তা শিক্ষার্থী নিজেই সর্বোচ্চ ০৩ (তিন) বার সংশোধন করতে পারবেন।
শিক্ষার্থীদের প্রিন্টকৃত ফরমে কলেজ অধ্যক্ষ বা ভারপ্রাপ্ত অধ্যক্ষ স্বাক্ষর করার পর ফটোকপি করে এক কপি শিক্ষার্থী সংরক্ষণ করবেন এবং আরেক কপি শিক্ষার্থী স্বাক্ষর করে কলেজ কর্তৃক নির্ধারিত ডেস্কে সংশ্লিষ্ট বিভাগে অবশ্যই জমা দিতে হবে।
যদি কোন পরীক্ষার্থীর ডাটা (অনলাইনে ফরমপূরণের জন্য) সরবরাহ করা না হয়ে থাকে তবে সে ক্ষেত্রে পরীক্ষার্থী কলেজ কর্তৃপক্ষের মাধ্যমে ৩ সেপ্টেম্বরের মধ্যে শিক্ষার্থীর পূর্বের তথ্যসহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রকের অফিসের ৩২২ নং কক্ষে জানাতে পারবেন।
পরীক্ষায় অংশগ্রহণের শর্তাবলী উল্লেখ করে বলা হয়েছে, মানোন্নয়ন পরীক্ষার্থীদের জন্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৩-২০১৪ শিক্ষাবর্ষ থেকে কার্যকর করা সিলেবাস অনুযায়ী যে সকল শিক্ষার্থী এর আগে ৪র্থ বর্ষের পরীক্ষায় যে সব কোর্সে ‘এফ’ গ্রেড পেয়েছে বা কোন একটি পত্রে অনুপস্থিত রয়েছে তারা গ্রেড উন্নয়ন পরীক্ষার্থী হিসেবে অবশ্যই অংশগ্রহণ করতে হবে। এ ছাড়াও ২০২০ সালের ৪র্থ বর্ষ অনার্স পরীক্ষায় যারা ‘সি’ বা ‘ডি’ গ্রেড পেয়েছেন তারাও ঐ সকল গ্রেড উন্নয়ন পরীক্ষার্থী হিসেবে অংশগ্রহণ করতে পারবেন।
এক্ষেত্রে একজন পরীক্ষার্থী সর্বোচ্চ দুইটি কোর্সে গ্রেড উন্নয়ন পরীক্ষা দিতে পারবেন। তবে কোন পরীক্ষার্থী একটি কোর্সে একবারের বেশি গ্রেড উন্নীতকরণের সুযোগ পাবেন না। কোন শিক্ষার্থী যদি গ্রেড উন্নত করতে ব্যর্থ হন তাহলে ঐ কোর্সে তার পূর্বের গ্রেড বহাল থাকবে।
অনিয়মিত পরীক্ষার্থীদের মধ্যে ২০১৩-২০১৪ শিক্ষাবর্ষ থেকে প্রণীত সিলেবাস ও সংশোধিত রেগুলেশন অনুযায়ী ২০১৬-১৭, ২০১৫-২০১৬, ২০১৪-২০১৫ শিক্ষাবর্ষের পরীক্ষার্থী যারা ২০১৭, ২০১৮ ও ২০১৯ সালের অনার্স তৃতীয় বর্ষ পরীক্ষায় উত্তীর্ণ হয়ে অনার্স ৪র্থ বর্ষ পরীক্ষায় অংশগ্রহণ করেনি অথবা ২০২০ সালের অনার্স তৃতীয় বর্ষ পরীক্ষায় অনিয়মিত পরীক্ষার্থী হিসাবে অংশগ্রহণ করে প্রমোটেড হয়েছেন তারাও এই পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন। এছাড়াও যে সকল শিক্ষার্থী ৩য় বর্ষ সম্মান ২০১৯ এবং ২০২০ পরীক্ষা দুটিতে সকল বিষয়ে উপস্থিত হয়ে কমপক্ষে ৪টি ডি গ্রেড পেয়েছে তারাও এই পরীক্ষায় অনিয়মিত পরীক্ষার্থী হিসাবে অংশগ্রহণ করতে পারবেন।
ফরম পূরণে কলেজের করনীয় সম্পর্কে জানানো হয়, যে সকল পরীক্ষার্থী ২০২১ সনের ৪র্থ বর্ষ অনার্স অনিয়মিত ও মানোন্নয়ন (পুরাতন সিলেবাস) পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে কিন্তু অনলাইনে পরীক্ষার্থীদের তালিকায় নাম নেই এমন কোন শিক্ষার্থী থাকলে এবং তালিকায় তার ডাটা না পাওয়া যায় সে ক্ষেত্রে তার রেজাল্ট ও রেজিস্ট্রেশনের মেয়াদ যাচাইপূর্বক নির্ভুলভাবে নির্দিষ্ট এক্সেল ফরমেটে (ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে প্রেরিত) পরীক্ষার্থীদের ডাটা নির্দিষ্ট সময়ের মধ্যে প্রেরণ করতে হবে।
এছাড়াও অনলাইনে আবেদন ফরমপূরণকৃত পরীক্ষার্থীদের বিষয়ভিত্তিক বিবরণীতে সংশ্লিষ্ট পরীক্ষার্থী, বিভাগীয় প্রধান ও অধ্যক্ষের স্বাক্ষরের পর মূল কপি ঢাকা বিশ্ববিদ্যালয়ে নির্ধারিত তারিখে জমা দিবে এবং এক কপি কলেজ সংরক্ষণ করবে উল্লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশিত হওয়া পর্যন্ত।
ফি জমা দেওয়ার বিষয়ে বলা হয়েছে, ২০২১ সালের ৪র্থ বর্ষ অনার্স অনিয়মিত ও মানোন্নয়ন (পুরাতন সিলেবাস) পরীক্ষার সকল পরীক্ষার্থীদের ফিসের টাকা কলেজ কর্তৃপক্ষ “DU-Affiliated Colleges” শিরোনামে হিসাব নং- ৪৪০৫৭০৩০০০০৬৬ (ঢাকা বিশ্ববিদ্যালয় কর্পোরেট শাখা) এই নামে সোনালী ব্যাংকের যে কোন শাখায় ব্যাংক ড্রাফট বা পে-অর্ডার করে জমা দিতে হবে। ব্যাংক ড্রাফট বা পে-অর্ডার অবশ্যই হিসাবে দেয় (A/C Payee) হতে হবে।
এছাড়াও ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রচলিত নিয়মানুসারে প্রতিটি ফরমের মূল্য ১০০ টাকা যা কলেজ কর্তৃপক্ষ “CONTROLLER OF EXAMINATIONS” শিরোনামে হিসাব নংঃ-33011288 (ঢাকা বিশ্ববিদ্যালয় কর্পোরেট শাখা) এই নামে সোনালী ব্যাংকের যে কোন শাখায় ব্যাংক ড্রাফট বা পে-অর্ডার করে জমা দিতে হবে। ব্যাংক ড্রাফট বা পে-অর্ডার অবশ্যই হিসাবে দেয় (A/C Pavee) হতে হবে। কলেজ কর্তৃপক্ষের খরচ হিসেবে ৫০ টাকা করে প্রদান করবে।
ইনকোর্স পরীক্ষার নম্বর প্রেরণ পদ্ধতি সম্পর্কে বলা হয়েছে, ২০২১ সনের ৪র্থ বর্ষ অনার্স অনিয়মিত ও মানোন্নয়ন (পুরাতন সিলেবাস) পরীক্ষার্থীদের পূরণকৃত ফরম কলেজ কর্তৃক ভেরিফাই করার সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রেশনের বিপরীতে প্রাপ্ত নম্বর এন্ট্রি করতে হবে। উক্ত নম্বরপত্রের ১ কপি নম্বরপত্র সংশ্লিষ্ট শাখার উপ-পরীক্ষা নিয়ন্ত্রকের নিকট প্রেরণ করতে হবে। উক্ত নম্বরপত্রের ১ কপি এবং ইনকোর্স পরীক্ষার খাতা সংশ্লিষ্ট বিভাগীয় প্রধানের অফিসে সংরক্ষণ করতে হবে (প্রয়োজন সাপেক্ষে পরীক্ষা নিয়ন্ত্রকের অফিসে প্রেরণ করতে হবে)।
বিজ্ঞপ্তি দেখতে এখানে ক্লিক করুন
Discussion about this post