শিক্ষার আলো ডেস্ক
পরীক্ষায় অসদুপায় অবলম্বন ও নানা অনিয়মের অভিযোগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) বিভিন্ন বিভাগের মোট ৩৩ জন শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।
রোববার (২৩ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক ও শৃঙ্খলা কমিটির সদস্য সচিব এস এম গোলাম হায়দার গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, সম্প্রতি শৃঙ্খলা কমিটির অনুষ্ঠিতব্য এক মিটিংয়ে বিশ্ববিদ্যালয়ের প্রচলিত আইন অনুযায়ী এ সিদ্ধান্ত নেওয়া হয়। বহিষ্কৃত শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ে প্রচলিত আইন অনুযায়ী ও অপরাধভেদে এক সেমিস্টার ও দুই সেমিস্টারের জন্য বহিষ্কার করা হয়। আশাকরি এর মাধ্যমে তারা নিজেদের ভুল বুঝবে ও অন্য শিক্ষার্থীরা তাদের দেখে সচেতন হতে হবে।
পরীক্ষায় অসদুপায় অবলম্বনের কারণে পরীক্ষা বাতিলসহ চলমান সেমিস্টার থেকে বহিষ্কার ও হুবহু উত্তরপত্র বদলের কারণে দুই সেমিস্টারের জন্য বহিষ্কার করা হয়। এছাড়াও পরীক্ষার হলে শিক্ষকদের সঙ্গে ঔদ্ধত্যপূর্ণ আচরণের কারণে একাধিক শিক্ষার্থীকে এক সেমিস্টারের জন্য বহিষ্কার করা হয়।
Discussion about this post