নিজস্ব প্রতিবেদক
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ২০২১-২২ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) ১ম বর্ষের ভর্তির সময় আগামী ৮ নভেম্বর পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। আর ১ম বর্ষের ক্লাস শুরু হবে ১ নভেম্বর থেকে।
বুধবার (২৬ অক্টোবর) বিকেলে জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক প্রদীপ কুমার পাণ্ডে এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, গত সোমবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তারের সভাপতিত্বে ভর্তি পরীক্ষা উপকমিটির একটি সভা অনুষ্ঠিত হয়।
গত ২৫ জুলাই ‘সি’ ইউনিটের পরীক্ষার মধ্য দিয়ে শুরু হয় এবারের ভর্তি পরীক্ষা। পরে ২৬ জুলাই ‘এ’ এবং ২৭ জুলাই ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। গত ২ আগস্ট বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে তিন ইউনিটের ফল প্রকাশিত হয়।
এতে ‘এ’ ইউনিটের পাসের হার ৫৪ দশমিক ৬০ শতাংশ, ‘বি’ ইউনিটের পাসের হার ৪২ দশমিক ৬৭ শতাংশ এবং ‘সি’ ইউনিটে পাস করেছে ৩৮ দশমিক ২৩ শতাংশ ভর্তীচ্ছু শিক্ষার্থী। গত ১ সেপ্টেম্বর থেকে মেধা অনুযায়ী তাদের ভর্তি কার্যক্রম শুরু হয়।
Discussion about this post