শিক্ষার আলো ডেস্ক
আগামী ১২ ডিসেম্বর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হবে প্রজাপ্রতি মেলা-২০২২ । প্রজাপতি সংরক্ষণ ও গণসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এবারের মেলার স্লোগান হলো- ‘উড়লে আকাশে প্রজাপতি, প্রকৃতি পায় নতুন গতি’।
প্রতি বছরের মতো এবারের মেলায়ও থাকবে শিশু-কিশোরদের জন্য প্রজাপতি বিষয়ক ছবি আঁকা ও কুইজ প্রতিযোগিতা, প্রজাপতি বিষয়ক আলোকচিত্র প্রতিযোগিতা ও প্রদর্শনী, জীবন্ত প্রজাপতি প্রদর্শন, প্রজাপতি চেনা প্রতিযোগিতা, প্রজাপতির আদলে ঘুড়ি উড়ানো প্রতিযোগিতা, বারোয়ারি বিতর্ক প্রতিযোগিতা, প্রজাপতি বিষয়ক ডকুমেন্টারি প্রদর্শনী, পুরস্কার বিতরণ এবং সমাপনী অনুষ্ঠান। তবে এবারে শিশু-কিশোরদের জন্য আরে বেশি ইভেন্ট থাকবে বলে জানা গেছে।
Discussion about this post