নিজস্ব প্রতিবেদক
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ভূতত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের বিভিন্ন বর্ষের শিক্ষার্থীদের ২ লাখ ৭ হাজার ৭০০ টাকার বৃত্তি প্রদান করা হয়েছে।
বুধবার (২৬ অক্টোবর) বিভাগের কনফারেন্স কক্ষে শিক্ষার্থীদের এই বৃত্তি প্রদান করা হয়।
ভূতত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের সভাপতি অধ্যাপক সোহেল কবীরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রো-ভিসি অধ্যাপক মো. সুলতান-উল-ইসলাম।
অনুষ্ঠানে স্নাতক (সম্মান) পার্ট-১, পার্ট-২ ও পার্ট-৩ এর ফলাফলের ভিত্তিতে ‘ভূতত্ত্ব ও খনিবিদ্যা বিভাগ শিক্ষার্থী কল্যাণ ও বৃত্তি তহবিল’ থেকে মেধাক্রমের ভিত্তিতে প্রতি বর্ষের ১০ জন করে মোট ৩০ জনকে ৩ হাজার টাকা হারে বৃত্তি প্রদান করা হয়।
এছাড়া ২০২১ সালের স্নাতক (সম্মান) পার্ট-২ ও পার্ট-৩ শিক্ষার্থীদের ফিল্ডওয়ার্কের জন্য ‘শামশুন নাহার-প্রফেসর মোস্তাফিজুর রহমান শিক্ষার্থী কল্যাণ তহবিল’ থেকে ১ হাজার ১০০ টাকা হারে মোট ১ লাখ ১৭ হাজার ৭০০ টাকা বৃত্তি দেওয়া হয়।
অনুষ্ঠানে বিভাগীয় শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চলনা করেন বিভাগীয় শিক্ষক অধ্যাপক ইউনুস আহমদ খান।
Discussion about this post