মরণঘাতী নভেল করোনাভাইরাসের সংক্রমণের মধ্যে ১৭তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা স্থগিত করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। আজ রবিবার এনটিআরসিএ এ তথ্য নিশ্চিত করেছে।
এনটিআরসিএ-এর পরীক্ষা মূল্যায়ন ও প্রত্যয়ন শাখার সদস্য (যুগ্মসচিব) এ বি এম শওকত ইকবাল শাহীন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অনিবার্য কারণে ১৭তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা-২০২০ এর প্রিলিমিনারি টেস্ট ও লিখিত পরীক্ষা স্থগিত করা হয়েছে। পরীক্ষা অনুষ্ঠানের নতুন সময়সূচি পরবর্তীতে জানানো হবে।
এর আগে ১৭তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা ২০২০ এর স্কুল ও স্কুল-২ পর্যায়ের প্রিলিমিনারি পরীক্ষা ১৫ মে সকাল ১০টা থেকে ১১টা এবং কলেজ পর্যায়ের প্রিলিমিনারি পরীক্ষা ১৬ মে সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।
অন্যদিকে ১৭তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা ২০২০ এর স্কুল ও স্কুল-২ পর্যায়ের লিখিত পরীক্ষা ৭ আগস্ট সকাল ৯টা থেকে দুপুর ১২টা এবং কলেজ পর্যায়ের লিখিত পরীক্ষা সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে দেশে করোনা সংক্রমণের কারণে এসব পরীক্ষা অনির্দ্দিষ্টকালের জন্য স্থগিত করল এনটিআরসিএ।
Discussion about this post