নিজস্ব প্রতিবেদক
বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান (নিম্ন মাধ্যমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক) স্থাপন, পাঠদান ও একাডেমিক স্বীকৃতি প্রদান নীতিমালা-২০২২ জারি করা হয়েছে। রবিবার (৩০ অক্টোবর) মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মো. আবু বকর ছিদ্দীক এই নীতিমালায় স্বাক্ষর করেন।
এর আগে, প্রাথমিক অনুমতি না নিয়ে শিক্ষাপ্রতিষ্ঠান স্থাপনে নিষেধাজ্ঞা ছিল শিক্ষা মন্ত্রণালয়ের। ‘বেসরকারি উদ্যোগে শিক্ষাপ্রতিষ্ঠান স্থাপনের লক্ষ্যে উদ্যোক্তারা মন্ত্রণালয় থেকে প্রতিষ্ঠান স্থাপন বা চালুর প্রাথমিক অনুমতি না নিয়েই পাঠদানের অনুমতির জন্য আবেদন করছেন’-এমন অভিযোগের ভিত্তিতে এ নিষেধাজ্ঞা দেয়া হয়েছিল।
সে সময় মন্ত্রণালয়ের নির্দেশনায় বলা হয়েছিল, শিক্ষাপ্রতিষ্ঠান স্থাপন, পাঠদান ও স্বীকৃতির জন্য ১৯৯৭ সালের নীতিমালা অনুযায়ী স্থাপনের অনুমতি নেওয়ার বিধান রয়েছে। তাই সংশ্লিষ্ট সবাইকে অবহিত করা হচ্ছে যে নীতিমালার ৪(৩) ও ৪(৬) অনুযায়ী মন্ত্রণালয় থেকে প্রাথমিক অনুমতি ছাড়া কোনও প্রতিষ্ঠান স্থাপন ও চালু করা যাবে না।
Discussion about this post