নিজস্ব প্রতিবেদক
বিশ্বনবী হযরত মুহাম্মদ (সা.) এর আগমন ও ওফাতের পবিত্র স্মৃতি বিজড়িত ১২ রবিউল আউয়াল উপলক্ষ্যে আজ ০১ নভেম্বর (মঙ্গলবার) রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন করা হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের দীপংকর তালুকদার ভবনের কনফারেন্স রুমে ধর্মীয় আলোচনা সভা ও ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. সেলিনা আখতার।
প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের অধ্যাপক ড. আ.ম কাজী হারুন উর রশীদ,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. কাঞ্চন চাকমা, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) জনাব অঞ্জন কুমার চাকমা, প্রক্টর জনাব জুয়েল সিকদার এবং পরীক্ষা নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) জনাব সপ্তর্ষি চাকমা।
আলোচনা সভায় বক্তাগণ হযরত মুহাম্মদ (সা.) জীবনাদর্শ,বিশ্ববাসীকে মুক্তি ও শান্তির পথে আহ্বান করা, সমাজ থেকে সব ধরনের কুসংস্কার,গোড়ামী,অন্যায় অবিচার ও দাসত্বের শৃঙ্খল ভেঙে মানব সত্তার কল্যাণে তাঁর গৃহীত পদক্ষেপ ও বিভিন্ন দিক নিয়ে আলোকপাত করেন।
প্রধান অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. সেলিনা আখতার বলেন ” বিশ্বনবী হযরত মুহাম্মদ (সা.) এর আবির্ভাবের মধ্যদিয়ে আইয়ামে জাহেলিয়াতের অন্ধকার দূর হয়েছিল, মহান আল্লাহ তাঁকে পৃথিবীতে প্রেরণ করেছিলেন সারা জাহানের রহমত হিসেবে এবং তাঁর সুমহান আদর্শ ও অনুপম শিক্ষার অনুসরণের মাধ্যমে সমাজ ও রাষ্ট্রে ভ্রাতৃত্ববোধ,পারস্পরিক সম্পর্কের উন্নয়ন,প্রতিবেশীর হক আদায়,সাম্য,শান্তি ও সাম্প্রদায়িক সম্প্রীতি প্রতিষ্ঠা করা সম্ভব ” ।
তিনি শিক্ষার্থীদের বেশি বেশি জ্ঞান চর্চা ও নিজ নিজ ধর্মীয় অনুশাসন মেনে মানুষের মতো মানুষ হিসবে নিজেকে গড়ে তুলার তাগিদ দেন। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আহম্মেদ রেজা আরিফ এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের চেয়াম্যানগণ,শিক্ষকবৃন্দ, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ সহ বিভিন্ন বিভাগের শিক্ষার্থীগন উপস্থিত ছিলেন।
Discussion about this post