শিক্ষার আলো ডেস্ক
চীনের অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান চিয়াংশি ইউনিভার্সিটি অব ফাইন্যান্স অ্যান্ড ইকোনমিক্স বিশ্ববিদ্যালয়ে প্রথম অনুষ্ঠিত ‘ইন্টারন্যশনাল স্টুডেন্ট ইউনিয়ন’ এর প্রতিযোগিতামূলক নির্বাচনে দুই বাংলাদেশি শিক্ষার্থী জয়লাভ করেছেন।
গত মঙ্গলবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের ওভারসিজ এডুকেশন স্কুলের ভাইস ডিন ইনা ওয়াং নির্বাচনের ফল ঘোষণা করেন।
ফলাফল ঘোষণার আগে স্টুডেন্ট ইউনিয়নের বার্ষিক এ নির্বাচনটি দুই দফায় অনুষ্ঠিত হয়। প্রথম ধাপে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী শিক্ষার্থীদের যোগ্যতা যাচাই এবং নির্বাচনী বক্তব্য উপস্থাপন করে। দ্বিতীয় ধাপে শিক্ষক ও শিক্ষার্থীরা তাদের গণতান্ত্রিক ভোটাধিকার প্রয়োগ করে আগামী এক বছরের জন্য শিক্ষার্থীর প্রতিনিধি নির্বাচন করে।
স্টুডেন্ট ইউনিয়নের নির্বাচনে জয়লাভ করা শিক্ষার্থীরা হলেন, বিশ্ববিদ্যালয়টিতে পিএইচডি প্রোগ্রামে অধ্যয়নরত মোহাম্মদ ছাইয়েুদল ইসলাম এবং মাস্টার্স প্রোগ্রামে অধ্যয়নরত মোহাম্মদ আকবর হোসেন।
মোহাম্মদ ছাইয়েদুল ইসলাম কার্যনির্বাহী কমিটির চেয়ারপারসন পদে এবং মোহাম্মদ আকবর হোসেন স্বেচ্ছাসেবক বিভাগের মিনিস্টার পদে আগামী এক বছরে জন্য দায়িত্ব পালন করবেন।
মোহাম্মদ ছাইয়েুদল ইসলাম চেয়ারপারসন পদের জন্য তিন প্রতিযোগীকে হারিয়ে এবং মোহাম্মদ আকবর হোসেন স্বেচ্ছাসেবক বিভাগের মিনিস্টার পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
Discussion about this post