নিজস্ব প্রতিবেদক
শুক্রবার (৪ নভেম্বর) জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনে পদার্থবিজ্ঞান বিভাগের সুবর্ণজয়ন্তী উৎসব অনুষ্ঠানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) উপাচার্য অধ্যাপক ড. নূরুল আলম বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের নামে স্কলারশিপ চালু করা হবে।
জাবির পদার্থবিজ্ঞান বিভাগের সুবর্ণজয়ন্তী উৎসব অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, শিক্ষার্থীদের কল্যাণে এবং তাদের সুপ্ত প্রতিভার বিকাশ ঘটাতে স্কলারশিপের ব্যবস্থা করতে চাই। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান সবসময় রাজনীতির পাশাপাশি শিক্ষা ক্ষেত্রে বিশেষ গুরুত্ব দিয়ে এসেছেন। আমাদের বিশ্ববিদ্যালয়ের আর্থিকভাবে অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদেরও যেন তাদের মেধার বিকাশ ঘটাতে পারে এজন্য স্কলারশিপ গুরুত্বপূর্ণ।
তিনি আরও বলেন, করোনা মহামারির মধ্যেও শিক্ষা কার্যক্রম স্বাভাবিক রাখতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বিশেষ অর্ডিন্যান্স জারি করে সেশন জট কমিয়ে আনতে কাজ করেছে। বিশ্বসেরা ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় আমাদের ৫জন শিক্ষক এবং ১ জন ছাত্রের নাম এসেছে এটা আমাদের জন্য অত্যন্ত গর্বের। শিক্ষার্থীদের কষ্টের কথা বিবেচনা করে আমরা এই মাসেই নতুন হলের উদ্বোধন করব। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আর গণরুম শব্দটি থাকবে না বলেও জানান তিনি।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি ,উপ-উপাচার্য (প্রশাসন) শেখ মো. মনজুরুল হক, গাণিতিক ও পদার্থ বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ফরিদ আহমদ, বিভাগের সভাপতি অধ্যাপক তাহমিনা ফেরদৌস, অধ্যাপক এ এ মামুন এবং বিভাগের সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা।
Discussion about this post