শিক্ষার আলো ডেস্ক
ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অধিভুক্ত রাজধানীর সরকারি সাত কলেজের স্নাতক (সম্মান) শ্রেণির ২০২১ সনের প্রথম বর্ষের মানোন্নয়ন পরীক্ষায় পরিবর্তন আনা হয়েছে। পরিবর্তিত নিয়ম অনুযায়ী মানোন্নয়ন পরীক্ষা দেওয়া যাবে সর্বোচ্চ তিনটি (৩) বিষয়ে।
ঢাবি অনলাইন সূত্রে জানা যায়, সাত কলেজের ২০২১ সনের স্নাতক প্রথম বর্ষের মানোন্নয়ন পরীক্ষার্থীরা সর্বোচ্চ তিন বিষয়ে মানোন্নয়ন পরীক্ষা দিতে পারবেন। অধিভুক্ত সাত কলেজের ২০১৯-২০২০ শিক্ষাবর্ষের পরীক্ষার্থীরা তিনটি (৩) অকৃতকার্য বা অনুপস্থিত বা অনুত্তীর্ণ বিষয় ছাড়া সর্বোচ্চ ৩টি বিষয়ে মানোন্নয়ন (ইমপ্রুভমেন্ট) পরীক্ষা দিতে পারবে।
এছাড়া আরো জানা যায়, টাকা দিয়ে তিন (৩) সাবজেক্টের বেশি ফরম পূরণ করলেও তা গণ্য করা হবে না। পাশাপাশি পরীক্ষা দিয়ে ফলাফল বাড়লেও তা মূল নম্বরপত্রে যোগ করা হবে না।
Discussion about this post