বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক
চলতি সপ্তাহের প্রথম দিকে সূর্যের আনন্দের রশ্মি স্যাটেলাইট ক্যামেরায় বন্দি করেছে যুক্তরাষ্ট্রের জাতীয় বিমানবিদ্যা ও মহাকাশ প্রশাসন (নাসা)। সংস্থাটি বলছে, এ আনন্দের রশ্মির মাধ্যমে সূর্যের ‘হাসি’ প্রকাশ পেয়েছে।
বুধবার ( ২নভেম্বর ) নাসা তার টুইটার হ্যান্ডেলে সূর্যের ‘হাসি’র ছবি প্রকাশ করেছে।
ছবির ক্যাপশনে লেখা হয়, আজ সূর্যের ‘হাসি’ ফ্রেমবন্দি করতে পেরেছে নাসার সৌর গতিবিদ্যার পর্যবেক্ষণিকা। সূর্যের মধ্যে অতিবেগুনি রশ্মি দেখা গেছে। এর মধ্যে কালো দাগ শনাক্ত হয়েছে য, করোনাল গর্ত হিসেবে পরিচিত। এটি মহাকাশের ঐ অঞ্চলে দ্রুত গতির বাতাস প্রবাহিত করে থাকে।
নাসার সৌর গতিবিদ্যার পর্যবেক্ষণিকা সূর্যের সৃষ্টির কর্মকাণ্ড ও মহাকাশের আবহাওয়ার গতির তদন্তের লক্ষ্যে যাত্রা শুরু করেছিল।
নাসার ঐ বিভাগ ২০১০ সালের ১১ ফেব্রুয়ারি যাত্রা শুরু করে। পর্যবেক্ষক মহাকাশযন্ত্রটি সূর্যের ভেতর, আশপাশ ও চুম্বকের ক্ষেত্র এবং জ্বালানির বিষয় পরিমাণ করে থাকে।
ছবিটি প্রকাশের পর অনলাইনে বেশ সাড়া মিলেছে। এটি শিশুদের শো টেলিটুবিতে আয়োজিত প্রদর্শনীতে খোদাইকৃত হ্যালোইন কুমড়া, সিংহ ও সূর্যের সঙ্গে তুলনা করা হচ্ছে।
একজন ব্যবহারকারী ছবিতে মন্তব্য করে উত্তর দিয়েছেন: এটা কি স্টে পাফ্ট ঘোস্টবাস্টারের মার্শমেলো মানুষের মুখ? অন্য একজন সূর্যকে বিএন মিনি চকোলেট বিস্কুটের সঙ্গে তুলনা করেছেন। কারণ বিস্কুটে হাসিমুখও থাকে।
Discussion about this post