শিক্ষার আলো ডেস্ক
শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটি আয়োজিত আন্তবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতা-২০২২ এ চ্যাম্পিয়ন হয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের দল অমর একুশ। প্রতিযোগিতায় রানারআপ হয়েছে প্রিমিয়ার ইউনিভার্সিটির দল সন্দেশ।
গতকাল শনিবার এ প্রতিযোগিতার ফাইনাল অনুষ্ঠিত হয়। দুই দিনব্যাপী আয়োজিত প্রতিযোগিতায় বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ৩২টি দল অংশ নেয়।
প্রতিযোগিতায় ট্যাব রাউন্ডের সেরা বক্তা হয়েছেন প্রিমিয়ার ইউনিভার্সিটির মাহাদি রহমান নিকাশ। আর ফাইনালে সেরা বক্তা হয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ডিবেটিং অর্গানাইজেশনের বিতার্কিক মির্জা সাকি।
সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অধ্যাপক ড শহীদুর রশীদ ভূইয়া। বিশেষ অতিথি ছিলেন অধ্যাপক ড. মো. নজরুল ইসলাম, অধ্যাপক ড. অলোক কুমার পাল, অধ্যাপক ড. মো ফরহাদ হোসাইন, সহযোগী অধ্যাপক ড. হারুন উর রশীদ। সভাপতিত্ব করেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির সভাপতি মো আসিফ কামরান।
উল্লেখ্য, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটি আয়োজিত এ প্রতিযোগিতার সহযোগিতায় ছিল মানুষের জন্য ফাউন্ডেশন। আয়োজকেরা জানান, প্রতিযোগিতায় মোট বিচারক ছিলেন ৩৫ জন এবং বিতার্কিক ছিলেন ৯৬ জন। ট্যাব ও চুড়ান্ত পর্বে এ প্রতিযোগিতা হয়েছে।
Discussion about this post