শিক্ষার আলো ডেস্ক
ঢাকা বিশ্ববিদ্যালয়ের(ঢাবি) ইংরেজি বিভাগের প্রাক্তন শিক্ষার্থীদের শতবর্ষ পূনর্মিলনী অনুষ্ঠিত হবে আগামী ১৮ নভেম্বর। রবিবার (০৬ নভেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয় ইংরেজি বিভাগ অ্যালামনাই সোসাইটি (ইডাস) এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
ইডাসের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী ১৮ নভেম্বর বিকেল ৩ টায় এ অনুষ্ঠান শুরু হবে। রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে অনুষ্ঠিত হবে এ পূনর্মিলনী। অনুষ্ঠানে অংশ নিতে বিভাগের প্রাক্তন শিক্ষার্থীদের আগামী ১০ নভেম্বরের মধ্যে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে বলে জানিয়েছেন অ্যালামনাই সোসাইটির সাধারণ সম্পাদক ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব আমিনুল ইসলাম খান।
প্রসঙ্গত, সোনালী ব্যাংকের ৪৪০৫৭৩৪০৩৮২৫৬ হিসাব নম্বরে নির্ধারিত অর্থ জমা দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে আগ্রহীরা।
উল্লেখ্য, ঢাবির ইংরেজি বিভাগের শিক্ষা কার্যক্রম শুরু হয় ১৯২১ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার সময় থেকেই। আর ১৯৮৬ সালের ডিসেম্বরে যাত্রা শুরু করে ঢাকা বিশ্ববিদ্যালয় ইংরেজি বিভাগ অ্যালামনাই সোসাইটি (ইডাস)।
ঢাকা বিশ্ববিদ্যালয় ইংরেজি বিভাগ অ্যালামনাই সোসাইটি (ইডাস) এর সদস্যরা হলেন: গীতিআরা সাফিয়া চৌধুরী, সাবেক সচিব রেজাউল কবির, সাবেক আইজিপি হাসান মাহমুদ খন্দকার, দেওয়ান মোহাম্মদ শারিয়ার, তথ্যসচিব হেদায়েতুল্লাহ আল মামুন, সাবেক আইজিপি বেনজির আহমেদ, কাজি এনামুল হাসান, অধ্যাপক শাহনাজ সিনহা, আব্দুর রাজ্জাক মিয়া, মোস্তফা শিবলী, পররাষ্ট্র মন্ত্রণালয়ের পরিচালক মাঈনুল কবির, সাবেরা আহমেদ, রূপায়ন রিয়েল এস্টেটের প্রধান নির্বাহী কর্মকর্তা ও ব্যপস্থাপনা পরিচালক সাব্বির হোসেন খান, তৌফিক ইমাম, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের সাজ্জাদ হুসেইন, সাইফা হক ও আশরাফুল আলম।
এছাড়াও অধ্যাপক কাজল বন্দ্যোপাধ্যায়, এনবিআরের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ আবদুল মজিদ, অধ্যাপক নেভিন ফরিদা, অভিনেত্রী সুবর্ণা মুস্তাফা, কবি গুলতেকিন খান, অধ্যাপক আব্দুর রাজ্জাক মিয়া, ওয়াশিংটনে বিশ্ব ব্যাংকের সাবেক কর্মকর্তা সামিনা আমিন, ব্যবসায়ী শাহীনুল হুদা জুয়েল, আয়কর কমিশনার মোহাম্মদ রফিকুল ইসলাম চৌধুরী, বাণিজ্য মন্ত্রণালয়ের উপ-সচিব আব্দুস সামাদ আল আজাদ, উদ্যোক্তা হুমায়রা চৌধুরী, তরুণ কর্পোরেট নির্বাহী আকিব জাভেদ, ফাহিম দাদ খান ও সৈয়দ নাকিব সাদীও রয়েছেন ইডাস এর সদস্যদের তালিকায়।
Discussion about this post