নিজস্ব প্রতিবেদক
খুলনা বিশ্ববিদ্যালয় (খুবি) কর্তৃপক্ষের আর্থিক মঞ্জুরী সহায়তায় বিশ্ববিদ্যালয়ের স্থাপত্য ডিসিপ্লিনের জন্য একটি ইউনিভার্সাল টেস্টিং মেশিন (ইউটিএম) কেনা হয়েছে। এতে খরচ হয়েছে অর্ধ কোটি টাকা।
বিশ্ববিদ্যালয় ছাড়াও এ সংক্রান্ত বহিঃসংস্থার সেবা প্রদানে একটি নীতিমালা তৈরি করা হচ্ছে বলে সংশ্লিষ্ট স্থাপত্য ডিসিপ্লিন সূত্রে জানা গেছে। এই নীতিমালা তৈরি ও অনুমোদনের পর বিশ্ববিদ্যালয়ের বাইরের কোনো ব্যক্তি, প্রতিষ্ঠান বা কোনো সংস্থা এখান থেকে সেবা নিতে পারবে।
Discussion about this post