নিজস্ব প্রতিবেদক
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) নতুন উপ-উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন হিসাববিজ্ঞান ও তথ্য ব্যবস্থা বিভাগের অধ্যাপক ড. হুমায়ুন কবীর। আজ মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয়ের উপ-সচিব রোখছানা বেগমের সই করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, রাষ্ট্রপতির অনুমোদনে রাজশাহী বিশ্ববিদ্যালয় আইন, ১৯৭৩ (সংশোধিত আইন, ১৯৯৯) এর ১৩ (১) ধারা অনুসারে অধ্যাপক হুমায়ুন কবীরকে আগামী চার বছরের জন্য উপ-উপাচার্য পদে নিয়োগ দেওয়া হয়েছে।
প্রজ্ঞাপনে তাকে নিয়োগের বিষয়ে চারটি শর্তের কথা বলা হয়েছে।
এগুলো হলো- উপ-উপাচার্য হিসেবে তিনি চার বছর দায়িত্ব পালন করবেন। এ পদে তিনি তাঁর বর্তমান পদের সমপরিমাণ বেতনভাতাদি পাবেন এবং বিধি অনুযায়ী সংশ্লিষ্ট অন্যান্য সুবিধা ভোগ করবেন। তিনি বিশ্ববিদ্যালয়ের সংবিধি ও আইন দ্বারা নির্ধারিত দায়িত্ব পালন করবেন। আচার্য যেকোনো সময় এই নিয়োগ বাতিল করতে পারবেন।
Discussion about this post