নিজস্ব প্রতিবেদক
২০২৩ সালে সরকারি-বেসরকারি স্কুলে শিক্ষার্থী ভর্তির লক্ষ্যে প্রতিষ্ঠানগুলোর তথ্য হালনাগাদের নির্দেশ দেওয়া হয়েছে। আগামী ১৪ নভেম্বরের মধ্যে নির্ধারিত ওয়েবসাইটের মাধ্যমে তথ্য হালানাগদ করতে হবে।
বুধবার (৯ নভেম্বর) মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর থেকে এ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। এতে স্বাক্ষর করেছেন মাউশির উপপরিচালক (মাধ্যমিক) ও ঢাকা মহানগরী সরকারি মাধ্যমিক বিদ্যালয় ভর্তি কমিটির সদস্য সচিব মোহাম্মদ আজিজ উদ্দিন।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘‘২০২৩ শিক্ষাবর্ষে বিভিন্ন শ্রেণিতে শিক্ষার্থী ভর্তির নিমিত্ত সারাদেশের সরকারি মাধ্যমিক বিদ্যালয় ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান (মহানগরী ও জেলা সদরের সদর উপজেলা পর্যায়) এর হালনাগাদ তথ্য টেলিটক বাংলাদেশ লিমিটেড কর্তৃক প্রদত্ত User ID ও Passward দিয়ে https://gsa.teletalk.com.bd এই লিংকে প্রবেশ করে আপলোড করার জন্য অনুরোধ করা হলো। আগামী ১৪ নভেম্বর পর্যন্ত উক্ত লিংকে প্রবেশ করে তথ্য আপলোড করা যাবে।’’
Discussion about this post