নিজস্ব প্রতিবেদক
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) কলা অনুষদের উদ্যোগে দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে আন্তর্জাতিক সম্মেলন। এবারের সম্মেলনের বিষয় ‘ইস্যুজ অ্যান্ড ডিসকোর্সেস অ্যারাউন্ড লিবারেল আর্টস অ্যান্ড হিউম্যানিটিজ’। আগামী রোববার (১৩ নভেম্বর) শুরু হয়ে এই সম্মেলন চলবে সোমবার সন্ধ্যা পর্যন্ত।
বুধবার (৯ নভেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের ডিনস্ কমপ্লেক্স ভবনস্থ কলা অনুষদের কনফারেন্স কক্ষে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানানো হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে কলা অনুষদের ডিন অধ্যাপক মো. ফজলুল হক বলেন, সম্মেলনে উপস্থাপনের জন্য বাংলা, ইংরেজি, আরবি, ফারসি ও উর্দু, এই পাঁচটি ভাষায় প্রবন্ধ আহ্বান করা হয়েছিল। গত ৩১মে প্রবন্ধের সারসংক্ষেপ গ্রহণের শেষ তারিখে প্রায় চার শতাধিক প্রবন্ধের সারসংক্ষেপ জমা পড়েছে। এরমধ্যে, যাচাই-বাছাই করে কনফারেন্সে উপস্থাপনের জন্য ২২৩টি প্রবন্ধ মনোনীত করা হয়েছে।
তিনি আরও বলেন, বাংলাদেশ, আমেরিকা, ফ্রান্স, ভারত, ইরান, নেপাল, পাকিস্তান, তুরস্ক ও তাজাকিস্তানের সম্মানিত শিক্ষক-গবেষকগণ এ কনফারেন্সে অংশগ্রহণের জন্য প্রবন্ধ জমা দিয়েছেন। প্রবন্ধ উপস্থাপনকারী ছাড়াও সংশ্লিষ্ট দেশের আগ্রহী শিক্ষক-গবেষক এবং রাবির কলা অনুষদভূক্ত বিভাগসমূহের এম.এ শ্রেণির দুই শতাধিক শিক্ষার্থী কনফারেন্সে অংশগ্রহণ করবেন।
এবারের সম্মেলনে শিক্ষায় গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ ভারতের পন্ডিচেরী বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক গুরমিত সিংকে ‘নবাব বাহাদুর সৈয়দ নবাব আলী চৌধুরী সম্মাননা’ দেওয়া হবে। এছাড়া, মুক্তিযুদ্ধকালীন সংগ্রামী মা হিসেবে রাজশাহীর গোদাগাড়ী উপজেলার প্রেমতলী গ্রামের বিশিষ্ট নাগরিক মোসা. আনসারী খানমকে বিশেষ সম্মাননা ক্রেস্ট ও সনদ দেওয়া হবে।
এছাড়াও, রাবি কলা অনুষদ ও পলিসি রিসার্চ সেন্টার (পিআরসি), বিডি এর মধ্যে শিক্ষা বিষয়ক এক সমঝোতা স্বারক স্বাক্ষরিত হবে। এই স্মারক অনুযায়ী রাবি কলা অনুষদের বিভিন্ন বিভাগের শিক্ষক-গবেষকগণ এবং পিআরসি ফেলোগণ গবেষণা ও জ্ঞান বিনিময়ের সুবিধা লাভ করবেন বলেও জানান ড. ফজলুল হক।
সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক সম্মেলন আয়োজন কমিটির সহ-সমন্বয়ক ও ইংরেজি বিভাগের অধ্যাপক আ.ফ.ম মাসঊদ আখতার এবং সদস্য সচিব ও ফারসি বিভাগের অধ্যাপক মো. কামাল উদ্দিন।
Discussion about this post