শিক্ষার আলো ডেস্ক
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) আবৃত্তি সংসদের আয়োজনে চতুর্থ আবৃত্তি উৎসব অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৯ নভেম্বর) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় অডিটোরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ ইমদাদুল হক।
তিনি বলেন, সাংস্কৃতিক কর্মকাণ্ডকে উৎসাহিত না করলে বঙ্গবন্ধুর সোনার বাংলা গড় সম্ভব হবে না। তাই সাংস্কৃতিক সংঘটনগুলোকে পৃষ্ঠপোষকতা করতে হবে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়েও অনেক সাংস্কৃতিক সংঘটন আছে যদিও করোনা মহামারির কারণে তাদের কার্যক্রম কিছুটা ব্যাহত হয়েছিল কিন্তু এখন তারা পুরোদমে কার্যক্রম চালিয়ে যাচ্ছে। যার প্রমাণ আমাদের চোখের সামনেই। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের একটা ঐতিহ্য আছে, সাংস্কৃতিক কর্মকাণ্ডেও আমরা পিছিয়ে থাকব না। আমরা যথাসাধ্য চেষ্টা করে যাচ্ছি সকল কর্মকাণ্ডে যেন আমরা এগিয়ে যেতে পারি।
অনুষ্ঠানে জগন্নাথ বিশ্ববিদ্যালয় আবৃত্তি সংসদের সভাপতি মোহাম্মদ জহির উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক আন্যনমা নাসুহা নুহিন।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. কামাল উদ্দিন আহমেদ, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুস, বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক আজহারুল হক আজাদ এবং জবি ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মোহাম্মদ মহিউদ্দীন।
Discussion about this post