নিজস্ব প্রতিবেদক
বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ এর কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের উদ্যোগে আয়োজিত ৪ দিনব্যাপী টি-১০ ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে।
টুর্নামেন্টের আহ্বায়ক কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষক মুনমুন বিশ্বাসের তত্ত্বাবধানে চূড়ান্ত খেলায় প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ এর উপাচার্য প্রফেসর ড. এ এফ এম আওরঙ্গজেব।
কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষক সাবরিনা জাহান মাঈশা’র সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডেপুটি রেজিস্ট্রার সালাহউদ্দিন শাহারিয়ার, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. সালাউদ্দিন চৌধুরী, ইউনিভার্সিটির সেন্ট্রাল স্পোর্টস ক্লাবের প্রধান উপদেষ্টা কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষক মো. মঞ্জুর আলম, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষক অভিজিৎ পাঠক, আবদুল ওয়াহাব, মো. আসাদুজ্জামান, মো. মিজানুর রহমান প্রমুখ।
কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভিন্ন সেমিস্টারের ১৪টি দলের অংশগ্রহণে অনুষ্ঠিত টুর্নামেন্টের ফাইনাল খেলায় বিজিসি এভেঞ্জাস ২৪ রানে দুর্বার রয়েলসকে পরাজিত করে। প্রথমে ব্যাট করতে নেমে বিজিসি এভেঞ্জাস নির্ধারিত ১০ ওভারে ৭৭ রান করে। বিপরীতে নির্ধারিত ১০ ওভারে দুর্বার রয়েলস সবকটি উইকেট হারিয়ে ৫৩ রান সংগ্রহ করতে সমর্থ হয়। বিজিসি এভেঞ্জাস এর মিজানুর রহমান ম্যান অব দ্যা ম্যাচ ও ম্যান অব দ্যা টুর্নামেন্ট নির্বাচিত হন।
Discussion about this post