নিজস্ব প্রতিবেদক
২৫ বছর পূর্তি উপলক্ষে দুই দিনব্যাপী রজতজয়ন্তী অনুষ্ঠান আয়োজনের উদ্যোগ নিয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ভূগোল ও পরিবেশবিদ্যা বিভাগ।
আগামী ২৫ ও ২৬ নভেম্বর দুই দিনব্যাপী এ অনুষ্ঠান আয়োজিত হবে।
রোববার (১৩ নভেম্বর) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের জীববিজ্ঞান অনুষদ ভবনে অবস্থিত ভূগোল ও পরিবেশবিদ্যা বিভাগের সভাকক্ষে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিভাগটির সভাপতি অধ্যাপক ড. আলী হায়দার।
তিনি বলেন, ২৫ নভেম্বর বর্ণাঢ্য র্যালিসহ আলোচনা সভা, স্মৃতিচারণ, মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও র্যাফেল ড্র জীববিজ্ঞান অনুষদ মাঠ চত্বরে অনুষ্ঠিত হবে। এছাড়াও ২৬ নভেম্বর জীববিজ্ঞান অনুষদের মিলনায়তনে ‘ভূগোল শাস্ত্রের গবেষণা কৌশল: প্রতিবন্ধকতা ও সম্ভাবনা’ শীর্ষক একটি জাতীয় সেমিনার অনুষ্ঠিত হবে।
তিনি আরো বলেন, প্রথমদিনের অনুষ্ঠান ও র্যালিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার জন্য উপাচার্য অধ্যাপক ড. শিরীন আখতার সদয় সম্মতি জ্ঞাপন করেছেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন উপ-উপাচার্য অধ্যাপক বেনু কুমার দে।
২য় দিন ‘ভূগোল শাস্ত্রের গবেষণা কৌশল: প্রতিবন্ধকতা ও সম্ভাবনা’ শীর্ষক একটি জাতীয় সেমিনার উদ্বোধন করবেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের প্রাক্তন সভাপতি এবং নগর গবেষণা কেন্দ্রের চেয়ারম্যান অধ্যাপক নজরুল ইসলাম।
এছাড়াও বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রখ্যাত ভূগোলবিদ শিক্ষাবিদগণ এ সেমিনারে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।
সংবাদ সম্মেলনে ভূগোল ও পরিবেশবিদ্যা বিভাগের সভাপতি অধ্যাপক ড. মো. আলী হায়দারসহ আরো উপস্থিত ছিলেন বিভাগটির অধ্যাপক ড. মোহাম্মদ মুহিববুল্লাহ, সহযোগী অধ্যাপক ড. মো. আতিকুর রহমান ও ড. বিশ্বজিৎ নাথ, মোহাম্মদ ইকবাল সরোয়ার, তাজ সুলতানা প্রমুখ।
প্রসঙ্গত, ১৯৯৬ সালের ৪ জুন প্রতিষ্ঠিত হয় চবির ভূগোল ও পরিবেশবিদ্যা বিভাগ। গত বছর (২০২১ সাল) ২৫ বছর পূর্ণ করে বিভাগটি।
Discussion about this post