নিজস্ব প্রতিবেদক
চলমান এইচএসসি-সমমান পরীক্ষায় মঙ্গলবার সাধারণ ৯টি শিক্ষা বোর্ডে বিজ্ঞান বিভাগে পদার্থবিজ্ঞান (তত্ত্বীয়) ১ম পত্র, বাণিজ্যতে হিসাববিজ্ঞান ১ম পত্র ও মানবিক বিভাগে যুক্তিবিদ্যা ১ম পত্র পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে৷ অপরদিকে মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে ইংরেজি প্রথম পত্র এবং কারিগরি শিক্ষা বোর্ডে বিজনেস ইংলিশ অ্যান্ড কমিউনিকেশন পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
পরীক্ষার পঞ্চম দিন দেশের ৯টি শিক্ষা বোর্ড, মাদ্রাসা শিক্ষা বোর্ড ও কারিগরি শিক্ষা বোর্ডে মোট ২ হাজার ৬৩৯টি কেন্দ্রে ৭ লাখ ৭৩ হাজার ২৫২ জন পরীক্ষার্থীর মধ্যে ১৮ হাজার ১৪৪ জন অনুপস্থিত ছিলেন। আর বহিষ্কার হয়েছেন ২২ জন।
বিভাগভিত্তিক কেন্দ্র, পরীক্ষার্থী, অনুপস্থিতি ও বহিষ্কারের তথ্য—
ঢাকা শিক্ষা বোর্ড
ঢাকা শিক্ষা বোর্ডে ২৮৫টি কেন্দ্রে মোট ১ লাখ ৮২ হাজার ২৬৮ পরীক্ষার্থী রয়েছেন। এদের মধ্যে ২ হাজার ২৪ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন। এ বোর্ডে মঙ্গলবার কেউ বহিষ্কার হয়নি।
রাজশাহী শিক্ষা বোর্ড
রাজশাহী শিক্ষা বোর্ডে ২০১টি কেন্দ্রে মোট ৬০ হাজার ৩২৭ জন পরীক্ষার্থী রয়েছেন। এদের মধ্যে ১ হাজার ৬ জন অনুপস্থিত ছিলেন। এ বোর্ডে মঙ্গলবার কেউ বহিষ্কার হয়নি।
কুমিল্লা শিক্ষা বোর্ড
কুমিল্লা শিক্ষা বোর্ডে ১৯২টি কেন্দ্রে মোট ৫৭ হাজার ১৮৭ জন পরীক্ষার্থী রয়েছেন। এদের মধ্যে ১ হাজার ৬৪৯ জন অনুপস্থিত ছিলেন। এ বোর্ডেও মঙ্গলবার কেউ বহিষ্কার হয়নি।
যশোর শিক্ষা বোর্ড
যশোর শিক্ষা বোর্ডে ২২৮টি কেন্দ্রে মোট ৪১ হাজার ১৪০ জন পরীক্ষার্থী রয়েছেন। এদের মধ্যে ৭২৮ জন অনুপস্থিত ছিলেন। এ বোর্ডে মঙ্গলবার কেউ বহিষ্কার হয়নি।
চট্টগ্রাম শিক্ষা বোর্ড
চট্টগ্রাম শিক্ষা বোর্ডে ১১১টি কেন্দ্রে মোট ৭৫ হাজার ২১৪ জন পরীক্ষার্থী রয়েছেন। এদের মধ্যে ১ হাজার ৩০০ জন অনুপস্থিত ছিলেন। এ বোর্ডে মঙ্গলবার কেউ বহিষ্কার হয়নি।
সিলেট শিক্ষা বোর্ড
সিলেট শিক্ষা বোর্ডে ৮৬টি কেন্দ্রে মোট ৪৪ হাজার ৪ জন পরীক্ষার্থী রয়েছেন। এদের মধ্যে ৬৭২ জন অনুপস্থিত ছিলেন। এ বোর্ডেও মঙ্গলবার কেউ বহিষ্কার হয়নি।
বরিশাল শিক্ষা বোর্ড
বরিশাল শিক্ষা বোর্ডে ১২৫টি কেন্দ্রে মোট ২৮ হাজার ৫১ জন পরীক্ষার্থী রয়েছেন। এদের মধ্যে মঙ্গলবার ৪৭৮ জন অনুপস্থিত এবং দুই জন বহিষ্কার হয়েছে।
দিনাজপুর শিক্ষা বোর্ড
দিনাজপুর শিক্ষা বোর্ডে ২০২টি কেন্দ্রে মোট ৫০ হাজার ৫০৬ পরীক্ষার্থী রয়েছেন। এদের মধ্যে ১ হাজার ২১১ জন অনুপস্থিত ছিলেন। এছাড়া মঙ্গলবার সাত জন বহিষ্কার হয়েছেন। বোর্ড ভিত্তিক দিনাজপুরে মঙ্গলবার সবচেয়ে বেশি শিক্ষার্থী বহিষ্কার হয়।
ময়মনসিংহ শিক্ষা বোর্ড
ময়মনসিংহ শিক্ষা বোর্ডে ৮৯টি কেন্দ্রে মোট ২৯ হাজার ১৫৩ জন পরীক্ষার্থী রয়েছেন। এদের মধ্যে ৪৪৬ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন। এ বোর্ডেও মঙ্গলবার কেউ বহিষ্কার হয়নি।
সাধারণ নয়টি বোর্ডে ১ হাজার ৫১৯টি কেন্দ্রে ৫ লাখ ৬৭ হাজার ৮৫০ জন পরীক্ষার্থীর মধ্যে মোট ৯ হাজার ৫১৪ জন অনুপস্থিত ছিলেন। এর হার ১ দশমিক ৬৮ শতাংশ। মঙ্গলবারের পরীক্ষায় সাধারণ ৯টি শিক্ষা বোর্ডে মোট ৯ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়। এছাড়া বরিশাল শিক্ষা বোর্ডে দুই জন পরিদর্শককে বহিষ্কার করা হয়।
অপরদিকে মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে ৪৪৮টি কেন্দ্রে মোট ৯২ হাজার ১৯১ জন পরীক্ষার্থী রয়েছেন। এদের মধ্যে ৫ হাজার ৫০৩ জন অনুপস্থিত এবং তিন জন বহিষ্কার হয়েছেন।
এছাড়া কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে ৬৭২টি কেন্দ্রে মোট ১ লাখ ১৩ হাজার ২১১ জন পরীক্ষার্থী রয়েছেন। এদের মধ্যে ৩ হাজার ১২৭ জন অনুপস্থিত এবং ১০ জন বহিষ্কার হয়েছেন। মঙ্গলবার কারিগরি শিক্ষা বোর্ডে বহিষ্কৃত শিক্ষার্থীর সংখ্যা সবচেয়ে বেশি।
বিজ্ঞপ্তি দেখতে এখানে ক্লিক করুন
Discussion about this post