নিজস্ব প্রতিবেদক
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) পঞ্চম সমাবর্তন ২০২৩ সালের শুরুর দিকে হবে জানিয়েছেন বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখ্তার। তিনি বলেন, রাষ্ট্রপতির সিডিউল অনুযায়ী ফেব্রুয়ারি মাসের শেষের দিকে বা মার্চের শুরুতে সমাবর্তন অনুষ্ঠিত হতে পারে। এই লক্ষ্যে কাজ করছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
বৃহস্পতিবার (১৭ নভেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এই তথ্য জানান উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখ্তার।
চবি উপাচার্য আরও বলেন, আমরা সমাবর্তনের বিষয়ে কাজ চালিয়ে যাচ্ছি। সবকিছু ঠিক থাকলে আমরা আশা করছি নির্ধারিত সময়ে এটি শেষ করতে পারবো।
এসময় তিনি ৫৭তম বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে সকলকে শুভেচ্ছা জানান। সেই সাথে জ্ঞান-গবেষণায় বিশ্বিবদ্যালয়কে এগিয়ে নিতে বিভিন্ন পরিকল্পনা তুলে ধরেন।
এতে আরও উপস্থিত ছিলেন, চবি উপ-উপাচার্য বেনু কুমার দে, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক এস এম মনিরুল হাসান, প্রক্টর ড. রবিউল হাসান ভূঁইয়াসহ অনুষ্ঠান উদযাপন কমিটির অন্যান্যরা।
Discussion about this post