অনলাইন ডেস্ক
ডু নট ডিস্টার্ব নামের নতুন ফিচার আনছে হোয়াটসঅ্যাপ। ঠিক যেমন অ্যানড্রয়েড ডিভাইসের কল আটকানোর জন্য ডিএনডি ফিচার থাকে, তেমনই। ব্যবহারকারী এটি অন করে রাখলে ব্যবহারকারীরা বুঝতে পারবেন কেন কেউ কল মিস করছেন।
ডব্লিউএবেটা ইনফো হোয়াটসঅ্যাপের এই নতুন ফিচারের সম্পর্কে জানিয়েছে টুইটে। হোয়াটসঅ্যাপের এই নয়া ফিচারের একটি স্ক্রিনশটও শেয়ার করা হয়েছে টুইটারে।
হোয়াটসঅ্যাপ বেটার সেটিংসে এই ফিচারটি অ্যাকটিভেট করা যেতে পারে। আর এটি করা থাকলে, আপনি যে এখন কল ধরতে পারবেন না, সেটা বুঝে যাবেন অপর দিকের মানুষ। কীভাবে?
কল মিস করার পরেই যিনি কল করছেন, তার ফোনে ‘সাইলেন্সড বাই ডু নট ডিস্টার্ব’ লেবেল দেখানো হবে। তাহলেই তিনি বুঝে যাবেন যে, আপনার ফোনে এই ফিচারটি সক্রিয় করা আছে।
বর্তমানে বেটা ব্যবহারকারীদের জন্য এই ফিচার চালু করছে। আগামীদিনে সব ভার্সানেই এই ফিচার আনা হতে পারে।
Discussion about this post