খেলাধূলা ডেস্ক
কাতার বিশ্বকাপ মাঠে গড়াচ্ছে রবিবার (২০ নভেম্বর) থেকে। এ মুহূর্তে ফুটবল জ্বরে কাঁপছে পুরো বিশ্ব। শুধু কাতার নয় জাতিসংঘের সদস্য ভুক্ত ১৯৩টি দেশে চলছে বিশ্বকাপ উন্মাদনা। পিছিয়ে নেই বাংলাদেশিরাও।
ব্রাজিল, আর্জেন্টিনাসহ বিভিন্ন দেশের পতাকা আর জার্সিতে নিজেদের রাঙিয়ে তুলছে দেশের সমর্থকরা। সরাসরি টিভি পর্দায় খেলা দেখার জন্য অধীর হয়ে আছেন দেশের কোটি ফুটবল অনুরাগী। কোন টিভিতে কোন ম্যাচ দেখাবে- তা নিয়ে আগ্রহের কমতি নেই তাদের।
অবসান হচ্ছে দর্শকদের সেই অপেক্ষার। কাতার বিশ্বকাপ-২০২২ সরাসরি সম্প্রচার করবে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি)। উদ্বোধনী অনুষ্ঠানসহ বিশ্বকাপ ফুটবল লড়াইয়ের সবগুলো ম্যাচ সরাসরি সম্প্রচার করবে জাতীয় এ গণমাধ্যম।
থাকছে ফুটবর বিশ্বকাপকে কেন্দ্র করে খেলা সংক্রান্ত বেশ কয়েকটি বিশেষ অনুষ্ঠানও। শনিবার (১৯ নভেম্বর) এক ইমেইল বার্তায় এমনটিই জানিয়েছে বিটিভির অনুষ্ঠান বিভাগ।
Discussion about this post