বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক
বিশ্বের অন্যতম সম্মানজনক রোবটিকস প্রতিযোগিতা ‘ওয়ার্ল্ড রোবট অলিম্পিয়াড ২০২২’-এ বাংলাদেশ থেকে অংশ নিয়ে ফিউচার ইঞ্জিনিয়ার ক্যাটাগরিতে তৃতীয় হয়েছে ‘টিম লেইজি-গো’। এছাড়াও প্রতিযোগিতা শেষে র্যাকিং এ ভবিষ্যতের উদ্ভাবকদের কাতারেও জায়গা করে নিয়েছে বাংলাদেশ। এই তালিকায় বাংলাদেশের অবস্থান এখন ৮ম। শীর্ষে আছে ভারত।
জার্মানির ডর্টমুন্ডে শনিবার অনুষ্ঠিত ২৪তম আসরের গ্র্যান্ড ফিনালে লাল-সবুজ পতাকা নিয়ে বিশ্বজয় করেছে বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের ইকবাল সামিন পৃথুল এবং ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং বিভাগের তওসিফ সামিন।
দলনেতা হিসেবে এই সফরে তাদের সঙ্গী ছিলেন রেদওয়ান ফেরদৌস এবং উপ-দলনেতা হিসেবে মাহেরুল আজম কোরেশী।
এই বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে চীনের ফায়ারিং ইন অলসিলিন্ডার। দ্বিতীয় হয়েছে যুক্তরাষ্ট্রের টিম স্পার্ক।
পর্যায়ক্রমে টপ টেনের বাকি দলগুলো হলো- যথাক্রমে মালোয়িশিয়ার আই রোবো মেকার, গ্রিসের এভরি পস, আরব আমিরাতে অ্যাপোলো, স্পেনের গামাভার্সন ও রোমানিয়ার নোর্ডভানা।
প্রতিযোগিতায় রোবো স্পোর্টস ক্যাটাগরিতে চ্যাম্পিয়ন হয়েছে চীনের পিংপং সিনাং। আর মালেশিয়ার আপআপসিএইচ টেন প্রথম রানার্স আপ ও সেকেন্ড রানার্স আপ থাইল্যান্ডের পাঞ্জেরোবটস
টপ টেনে ৮ম হয়েছে গ্রিসের বিটলেট, ৭ম সৌদি আরবের আইবিএম রস্ট, ৬ষ্ঠ কাজাখস্তানের রোবো মেকার, ৫ম হাঙ্গেরির বোদা, ৪র্থ জাপানের শান পন।
এবারই প্রথমবারের মতো বাংলাদেশ থেকে দুটি দল প্রতিনিধিত্ব করেছিলো। এর মধ্যে ৭৮ দেশের অংশগ্রহণে এই আসরে ভবিষ্যতের প্রকৌশলীর কাতারে তৃতীয় অবস্থান করে নেয় বাংলাদেশের লেইজি গো। অপর দল- ‘রোবনিয়াম বাংলাদেশ’ থেকে প্রতিযোগিতায় অংশ নিয়েছিলো ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ, রংপুরের মাধ্যমিক পরীক্ষার্থী ইসরাফিল শাহীন অরণ্য এবং মনিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজের নবম শ্রেণির ছাত্র মীর মুহাম্মদ আবিদুল হক।
আগামী রোবট বিশ্বকাপ হবে পানামায়।
Discussion about this post