নিজস্ব প্রতিবেদক
অস্ট্রেলিয়ার শিক্ষাব্যবস্থা ও পড়াশোনা সংক্রান্ত নানা বিষয় তুলে ধরতে চট্টগ্রামে এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। অস্ট্রেলিয়ান এডুকেশন প্রোভাইডার ‘ন্যাশনাল একাডেমি অব প্রফেশনাল স্টাডিজ’ এবং চট্টগ্রামের রিলায়েন্স এডুকেশনের উদ্যোগে এই কর্মশালা আয়োজন করা হয়।
মঙ্গলবার (২২ নভেম্বর) দুপুরে চট্টগ্রাম মহানগরীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালায় বক্তব্য দেন- ন্যাশনাল একাডেমি অব প্রফেশনাল স্টাডিজের ইমেরিটাস অধ্যাপক ই ইউজিন ক্লার্ক এবং পরিচালক ব্যারিস্টার সুমান ভেটোয়াল। কর্মশালায় ১২০ জন শিক্ষার্থী অংশ নেন।
এতে বক্তারা অস্ট্রেলিয়ান শিক্ষাব্যবস্থা, কীভাবে তা ছাত্র-ছাত্রীদের কাছে এতটা জনপ্রিয় হয়ে উঠছে, কোন কোন দিক লক্ষ্য রেখে একজন আবেদনকারীকে কোর্সের আবেদন করতে হয়- এসব বিষয়ে আলোচনা করেন। একই সঙ্গে কীভাবে নিজের ভবিষ্যৎ পরিকল্পনা করলে পড়াশোনা শেষে অস্ট্রেলিয়ায় ভালো ক্যারিয়ার গড়া যায় সে বিষয়েও আলোচনা করা হয়।
ন্যাশনাল একাডেমি অব প্রফেশনাল স্টাডিজের বাংলাদেশের প্রতিনিধি এবিএম জাকির হোসেন বলেন, এ ধরনের আয়োজন বাংলাদেশ থেকে উচ্চশিক্ষায় বিদেশ গমন করতে আগ্রহীদের অনেক সিদ্ধান্ত গ্রহণে সাহায্য করবে। ন্যাশনাল একাডেমি অব প্রফেশনাল স্টাডিজ এ উচ্চ শিক্ষায় আবেদন করতে পারবেন শিক্ষার্থীরা। এ ছাড়াও রিলায়েন্স এডুকেশন চট্টগ্রাম এ প্রক্রিয়াতে সব ধরনের সাহায্য করতে বদ্ধপরিকর।
Discussion about this post