শিক্ষার আলো ডেস্ক
বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত পাঁচ অনুষদের ডিনদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন উপাচার্য অধ্যাপক ড. মো. ছাদেকুল আরেফিন।
মঙ্গলবার (২২ নভেম্বর) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের কীর্তনখোলা হলে এই শুভেচ্ছা বিনিময়ের অনুষ্ঠিত হয়। এ সময় নবনিযুক্ত ডিনদেরকে ফুল দিয়ে বরণ করা হয়।
ডেপুটি রেজিস্ট্রার বাহাউদ্দিন গোলাপের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন, বরিশাল বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মদ বদরুজ্জামান ভূঁইয়া।
অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মো. ছাদেকুল আরেফিন সবাইকে নিয়মের মধ্যে থেকে কাজ করার আহ্বান জানিয়ে বলেন, যার যেটুকু দায়িত্ব সে যদি তার সে দায়িত্ব নিয়মের মধ্যে থেকে সঠিকভাবে পালন করে তাহলেই শিক্ষা, গবেষণা ও সহশিক্ষা কার্যক্রমের সমন্বয়ে বরিশাল বিশ্ববিদ্যালয় একটি বিশ্বমানের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে পরিণত হবে।
এ সময় অন্যান্যদের মধ্যে শিক্ষক সমিতির সভাপতি, সাধারণ সম্পাদক, রেজিস্ট্রার, চেয়ারম্যানবৃন্দ, লাইব্রেরিয়ান, প্রভোস্ট, প্রক্টর, পরিচালক, পরীক্ষা নিয়ন্ত্রক, শিক্ষকমন্ডলী, দপ্তর প্রধানগণ, শিক্ষার্থী, অফিসার্স এসোসিয়েশনের সভাপতি, গ্রেড ১১-১৬ এবং গ্রেড ১৭-২০ কল্যাণ পরিষদের সভাপতি, সাধারণ সম্পাদকসহ কর্মকর্তা ও কর্মচারীগণ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য,গত ২০ নভেম্বর ( রবিবার ) বরিশাল বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মতো পাঁচটি অনুষদে ডিনের দায়িত্ব প্রদান করা হয়েছে।
দায়িত্বপ্রাপ্তরা হলেন – সামাজিক বিজ্ঞান অনুষদে সমাজবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক দিল আফরোজ খানম, বিজ্ঞান ও প্রকৌশল অনুষদে গণিত বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. শফিউল আলম, বিজনেস স্টাডিজ অনুষদে ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক ড. আব্দুল্লাহ আল মাসুদ, জীববিজ্ঞান অনুষদে উদ্ভিদবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. সুব্রত কুমার দাস এবং আইন অনুষদে আইন বিভাগের সহযোগী অধ্যাপক সুপ্রভাত হালদার।
Discussion about this post