নিজস্ব প্রতিবেদক
গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি) স্নাতক প্রথম বর্ষের ২য় মেধাতালিকার ভর্তি শেষে আরো ৫৫২ টি আসন খালি রয়েছে।
বৃহস্পতিবার ( ২৪ নভেম্বর ) স্নাতক ২০২১-২২ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা কমিটি সূত্রে বিষয়টি জানা যায়।
এর আগে, ১৯ নভেম্বর মূল আসন ১ হাজার ৩৮৯টি ফাঁকা আসনের বিপরীতে (কোটা ব্যতীত) ৭১৫টি খালি আসনের জন্য ২য় মেধাতালিকায় থাকা শিক্ষার্থীদের ভর্তি আহ্বান জানানো হয়। এতে মোট ১২২ জন ভর্তি হন।
১ম ও ২য় মেধাতালিকায় থাকা মোট ভর্তি হয়েছেন ৮৩৭ জন। এর মধ্যে৮১ জন্য বিশ্ববিদ্যালয় পরিবর্তন করেছেন ও ৬০ জন অন্য বিশ্ববিদ্যালয় থেকে বশেমুরবিপ্রবিতে ভর্তি পরিবর্তন করেছেন।
এ বিষয়ে ভর্তি পরীক্ষা কমিটির সভাপতি প্রফেসর ড. মো. শাহজাহান বলেন, এখন পর্যন্ত ৫৫২টি আসন খালি রয়েছে।খালি আসনের জন্য পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে ৩য় মেধাতালিকা ও কোটাধারী শিক্ষার্থীদের ভর্তি আহ্বান জানানো হবে।
Discussion about this post