অনলাইন ডেস্ক
দ্য টাইমস হায়ার এডুকেশন (টিএইচই) ২০২০ সালের ইমপ্যাক্ট র্যাংকিং প্রকাশ করেছে। বুধবার প্রকাশিত ওই র্যাংকিংয়ে সাসটেইনেবল ডেভেলপমেন্ট গোল (এসডিজি ১) অর্জনের ক্ষেত্রে বিশ্বসেরা ৫০টি বিশ্ববিদ্যালয়ের তালিকায় রয়েছে দেশের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান ব্র্যাক ইউনিভার্সিটি।
দারিদ্র্য গবেষণা, দরিদ্র শিক্ষার্থী ও স্থানীয় জনগোষ্ঠীকে সহায়তার ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের ভূমিকা দ্বারা এসডিজি ১ র্যাংকিং নির্ধারিত হয়। দারিদ্র্য, জলবায়ু পরিবর্তন, টেকসই উন্নয়নসহ ১৭টি মানদণ্ডে ইমপ্যাক্ট র্যাংকিং ঠিক করা হয়। তাতে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনের ক্ষেত্রে ব্র্যাক ইউনিভার্সিটি দেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে শীর্ষস্থানীয় পর্যায়ে রয়েছে।
বিশ্বের ছয়টি মহাদেশের ৮৯টি দেশের ৮৫৭টি বিশ্ববিদ্যালয় জাতিসংঘ ঘোষিত এসডিজি মানদণ্ডের অন্তত একটিতে এবং ৭৬৬টি বিশ্ববিদ্যালয় পুরো র্যাংকিংয়ে অংশ নেয়।
টাইমস হায়ার এডুকেশনের ইমপ্যাক্ট র্যাংকিংয়ের সফলতা ধরে রাখতে বদ্ধ পরিকর ব্র্যাক ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ভিনসেন্ট চ্যাং বলেন, ‘আশা করছি আমরা এই বছরের সাফল্য ধরে রেখে পরের বছরগুলোতে নিজেদের অবস্থান আরো সুদৃঢ় করতে পারবো।’
জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার চারটি মানদণ্ডে অভূতপূর্ব সাফল্য অর্জন করেছে ব্র্যাক ইউনিভার্সিটি। দারিদ্র্য গবেষণা, গরীব শিক্ষার্থী ও স্থানীয় জনগোষ্ঠীর উন্নয়নে সহায়তা দিয়ে সফলতা অর্জন করেছে বিশ্ববিদ্যালয়টি। এসডিজি ১ ( নো পোভার্টি) অনুযায়ী, ৫০তম অবস্থানে রয়েছে ব্র্যাক ইউনিভার্সিটি।
Discussion about this post