নিউজ ডেস্ক
করোনা দুর্যোগে দেশের ১ কোটি ২৫ লাখ অসহায় পরিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার মানবিক খাদ্য সহায়তার অন্তর্গত সকল সহায়তা পাবে বলে জানিয়েছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।
তিনি জানিয়েছেন, এসব সহায়তায় খাদ্য বিতরণে দ্রুততা ও স্বচ্ছতা এবং জবাবদিহিতা নিশ্চিতকরণের লক্ষে নির্বাচিত সুবিধাভোগীদের সকল তথ্য একটি সেট্রাাল ডেটাবেজের আওতায় আনা হচ্ছে। একটি ডিজিটাল কার্ডের কিউআর কোড রিডিংয়ের মাধ্যমে সুবিধাভোগী গৃহীত খাদ্য সহায়তা পর্যবেক্ষণ করা হবে।
পলক আরো জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে ত্রাণ ও খাদ্য মন্ত্রণালয়ের সাথে যৌথ সভার মাধ্যমে দেশে প্রথমবারের মতো একটি ডেটাবেজে খাদ্য সহায়তাভোগীদের তথ্য সংরক্ষণের উদ্যোগ নেয়া হয়। আমরা খুব অল্প সময়ের মধ্যে সংশ্লিষ্ট সফটওয়্যার তৈরী করেছি। সেন্ট্রাল ডেটাবেজ ও খাদ্য সুবিধাভোগীর মধ্যে সমন্বয় করবে কিউআর কোড ভিত্তিক ডিজিটাল কার্ড। একটি নির্দিষ্ট মেয়াদ পর্যন্ত একজন সুবিধাভোগী ডিজিটাল কার্ডটি ব্যবহার করতে পারবেন।
Discussion about this post