প্রাণঘাতী করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে দেশ দেশে লকডাউনে আছে মানুষ। হোম কোয়ারেন্টিনে থেকেই সারছেন অফিস-আদালতের কাজ। এমন সময়ে সহকর্মীদের সঙ্গে ভিডিও কনফারেন্সিংয়ের প্রয়োজন দেখা দিয়েছে। তাই মানুষ বিভিন্ন ধরনের অ্যাপের মাধ্যমে ভিডিও কনফারেন্সিং করছেন। এমনই একটি অ্যাপ গুগল মিট। এই অ্যাপ দিয়ে ভিডিও কনফারেন্স করার সময় কল রেকর্ড করে রাখা যায়।
গুগল জানিয়েছে, গত কয়েক সপ্তাহে তাদের ভিডিও কনফারেন্সিং অ্যাপ গুগল মিটের ব্যবহার বেড়েছে ৬০ শতাংশ। এজন্য তারা অ্যাপটিকে আপডেটও করেছে। এনেছে নানা ফিচার। এরই একটি অন্যতম ফিচার হলো কল রেকর্ডিং সুবিধা।
গুগল মিটের মাধ্যমে কীভাবে কল রেকডিং করবেন?
প্রথমে গুগল মিট অ্যাপ চালু করুন। জয়েন মিটিং ক্লিক করুন। এরপর মোর অপশন ক্লিক করুন। তারপর রেকর্ডিং শুরু করুন। এই সময় রেকর্ডিং চালু হওয়ার জন্য আপনাকে অপেক্ষা করতে হবে। রেকর্ডিং শুরু হলে মিটিং শেষ করুন। এরপর সেভ করার জন্য স্টপ রেকডিং এ ক্লিক করুন।
রেকর্ডকৃত ভিডিও কম্পিউটারের গুগল মিট অ্যাপ্লিকেশনের মাই ড্রাইভে সংরক্ষিত হবে।
এই সুবিধা কেবলমাত্র ডেস্কটপ ও ল্যাপটপে পাওয়া যাবে
Discussion about this post