নিউজ ডেস্ক
করোনা পরিস্থিতিতে ঘরে থেকেও যেন দেশের মানুষ চিকিৎসা সেবা পান এজন্য ৩৯৬৪ জন চিকিৎসক অনলাইনে সেবা দিচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সোমবার (২৭ এপ্রিল) গণভবনে ভিডিও কনফারেন্সে এই তথ্য জানান তিনি। ভিডিও কনফারেন্স সঞ্চালনা করেন প্রধানমন্ত্রীর মূখ্য সচিব ড. আহমদ কায়কাউস।
দেশের করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে রাজশাহী বিভাগের জেলা প্রশাসক ও স্থানীয় জনপ্রতিনিধিদের সঙ্গে এ মতবিনিময় করেন প্রধানমন্ত্রী।
শেখ হাসিনা বলেন, করোনাভাইরাসের কারণে সারা বিশ্ব স্তব্ধ। এই ভাইরাস মোকাবিলায় বাংলাদেশ যথাযথ ব্যবস্থা নিয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর রোগ নিয়ন্ত্রণে কাজ করে যাচ্ছে। ৩৯৬৪ জন চিকিৎসক অনলাইনে টেলিফোনা সেবা দিয়ে যাচ্ছে।
এছাড়াও কৃষিযান্ত্রিকীকরণের সুবিধাও ইতিমধ্যে পাওয়া যাচ্ছে উল্লেখ করেন প্রধানমন্ত্রী। মহামারি পরবর্তী দুর্ভিক্ষ মোকাবেলায় সকলের প্রতি আহ্বান জানিয়েছেন, কৃষি ভিত্তিক উদ্যোক্তা হওয়ার। তিনি বলেন, যেসব জায়গায় ভাইরাসের সংক্রমণ ছড়ায়নি সেখানে ধীরে ধীরে লকডাউন তুলে নেয়া যাবে।
Discussion about this post