নিজস্ব প্রতিবেদক
সোমবার (২৮ নভেম্বর) ঢাকায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে ২০২২ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফলের সারসংক্ষেপ গ্রহণকালে প্রধানমন্ত্রী বলেন, দেশের বিজ্ঞজনেরা, বিজ্ঞানী, সিভিল সার্ভিসের কর্মকর্তা ও নেতাসহ অনেক বিশিষ্ট ব্যক্তিবর্গ জেলা পর্যায়ের স্কুলে পড়াশোনা করেছেন। এই স্কুলগুলোকে অবহেলা করা উচিত নয়।
সন্তানদের জন্য ভালো শিক্ষা নিশ্চিত করতে কেবল বিখ্যাত কয়েকটি স্কুলেই ভর্তি করতে হবে- অভিভাবকদের এমন মানসিকতা পরিবর্তনের আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
তিনি বলেন, “গুটিকয়েক বিখ্যাত স্কুল আছে। আমাদের মধ্যে অনেকেই মনে করেন, সেখানে পড়তে না পারলে মর্যাদা থাকবে না; আবার কেউ কেউ মনে করেন যে, তাদের সন্তানরা ওই স্কুলগুলোতে পড়াশোনা না করলে তারা কোনো শিক্ষাই পাবে না। এই মানসিকতা পরিবর্তন করা দরকার।”
Discussion about this post