খেলাধূলা ডেস্ক
হারলেই বিদায় এমন সমীকরণ নিয়েই মাঠে নামতে হয় আলবিসেলস্তেদের। তাই খেলার শুরু থেকেই দেখা মিলে আগ্রাসী আর্জেন্টিনার। বল বারবারই দেখা যাচ্ছিল পোল্যান্ডের দুর্গে। কেননা গোলের উদ্দেশ্যে একের পর এক আক্রমণ সাজান লিওনেল মেসি-দি মারিয়া। কিন্তু জালের ঠিকানা খুঁজে পাচ্ছিলেন না। বাধা হয়ে দাঁড়ান পোল্যান্ডের গোলরক্ষক ভয়চেক সেজনি।
৩৬ মিনিটে মেসিকে ডি বক্সের মধ্যে ফাউল করে বসেন তিনি। পেনাল্টি পায় আর্জেন্টিনা। কিন্তু খলনায়ক থেকে মুহূর্তের মধ্যে নায়ক বনে যান সেজনি। স্পট কিক থেকে নেওয়া মেসির শট বাঁ দিকে ঝাঁপিয়ে পড়ে ডান হাত দিয়ে ঠেকান এই পোলিশ গোলরক্ষক।
বাঁচা-মরার লড়াইয়ে সেই পেনাল্টি মিসের পর কেমন লাগছিল মেসির?
ম্যাচের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমন প্রশ্নের মুখে পড়েন আর্জেন্টিনা অধিনায়ক। জবাবে তিনি জানান, নিজের ওপর রাগে মাথার চুল ছিঁড়তে ইচ্ছে করছিল তার। বলেন, ‘পেনাল্টি মিস করে আমার খুবই রাগ হচ্ছিল।’
তবে মেসির সেই ভুলের পর আর্জেন্টিনাকে গোলের অপেক্ষা করতে হয়নি বেশিক্ষণ। দ্বিতীয়ার্ধের শুরুতেই গোল পেয়ে যায় আর্জেন্টিনা। এরপর সময় যত গড়িয়েছে, দলের পারফরম্যান্সের পাল্লা ভালো হয়েছে।
এমন পারফরম্যান্স নিয়ে মেসির মূল্যায়ন, ‘আমার ভুলের পর এই দলটা দারুণ শক্তিশালী হয়ে ফিরে এসেছিল। কারণ আমরা জানতাম, প্রথম গোলটা পেলেই ম্যাচটা পুরোপুরি বদলে যাবে।’
Discussion about this post