নিজস্ব প্রতিবেদক
সাধারণ, বিজ্ঞান ও প্রযুক্তি গুচ্ছের অধীনে ২০২১-২২ শিক্ষাবর্ষে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) ভর্তির চতুর্থ মেধা তালিকা প্রকাশ করা হয়েছে। শনিবার (৩ ডিসেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে এ তথ্য জানা গেছে।
বিজ্ঞানের মেধাতালিকা দেখতে এখানে ক্লিক করুন
মানবিকের মেধাতালিকা দেখতে এখানে ক্লিক করুন
ব্যবসায় শিক্ষার মেধাতালিকা দেখতে এখানে ক্লিক করুন
এর আগে গত ২৭ নভেম্বর তৃতীয় মেধা তালিকায় ‘এ’ ইউনিটে (বিজ্ঞান শাখা) ৭৫৪ জন, ‘বি’ ইউনিটে (মানবিক শাখা) ২১৬ জন এবং ‘সি’ ইউনিটে (বাণিজ্য শাখা) ৬৫ জন শিক্ষার্থী বিভিন্ন বিষয়ে ভর্তির জন্য মনোনয়ন পেয়েছেন।
ভর্তি বিজ্ঞপ্তি অনুসারে এবার ‘এ’, ‘বি’ ও ‘সি’ তিনটি ইউনিটে মোট ১ হাজার ৬৬৬টি আসন রয়েছে। এরমধ্যে বিজ্ঞান অনুষদভুক্ত বিভাগগুলোতে ১ হাজার ৫১টি এবং সামাজিক বিজ্ঞান ও বাণিজ্য অনুষদভুক্ত বিভাগগুলোতে ৬১৫টি আসন রয়েছে।
Discussion about this post