শিক্ষার আলো ডেস্ক
চট্টগ্রামের পলোগ্রাউন্ড মাঠে জনসভায় উপস্থিত হয়ে নেতাকর্মীদের সালাম দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা চট্টগ্রামের ভাষায় বলেন, “অনারা কেন আছন? বেয়াক্কুন গম আছন নি? তোয়ারার লাই আঁরতে পেট পুরের, তাই আই চাইতাম আইচ্ছি… (আপনারা কেমন আছেন? সবাই ভালো আছেন? আপনাদেরকে মিস করছি খুব, তাই দেখতে এসেছি আমি)।”
আজ রোববার দুপুর ৩টা ৪৫ মিনিটে চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা আওয়ামী লীগের উদ্যোগে এই জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখার শুরুতে তিনি এসব কথা বলেন।
এরপরেই জনসভায় বক্তব্য শুরু করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, এই চট্টগ্রামের সাথে আমার অনেক স্মৃতি। করোনার কারণে দীর্ঘদিন সমাবেশ করতে পারিনি। তাই আপনাদের কাছে ছুটে আসলাম। এই স্মৃতিময় চট্টগ্রামে আমরা বারবার ছুটে আসতাম। আমার বাবা জাতির জনক বঙ্গবন্ধু যখন জেল থেকে মুক্তি পেতেন আমাদের চট্টগ্রামে বেড়াতে নিয়ে আসতেন।’
তিনি বলেন, বিজয়ের মাসে আমি আপনাদের জন্য উপহার নিয়ে এসেছি। ২৯টি প্রকল্প বাস্তবায়ন করা হয়েছে। বিজয়ের মাসে এগুলো চট্টগ্রামবাসীর জন্য আমার উপহার।
এসময় চট্টগ্রামে প্রয়াত আওয়ামী লীগের সিনিয়র নেতাদের স্মরণ করে তাদের আত্মার মাগফেরাত কামনা করেন শেখ হাসিনা।
Discussion about this post