শিক্ষার আলো ডেস্ক
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) একাডেমিক কাউন্সিল ভবনে বাংলাদেশ ক্রিস্টালোগ্রাফিক অ্যাসোসিয়েশনের (বিসিএ) ৭ম আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। দু’দিনব্যাপী (৮-৯ ডিসেম্বর) আয়োজিত এ সম্মেলনের লক্ষ্য ছিল ক্রিস্টালোগ্রাফির ক্ষেত্রে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে শিক্ষাবিদ, শিল্প উদ্যোক্তা এবং গবেষকদের একত্রিত করা। এতে অংশগ্রহণ করেন দেশ-বিদেশের বিশিষ্ট শিক্ষাবিদ ও গবেষকরা।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের সম্মানিত চেয়ারম্যান প্রফেসর ড. মেসবাহউদ্দিন আহমেদ এবং এর প্রধান পৃষ্ঠপোষকতা করেন বুয়েটের উপাচার্য অধ্যাপক ড. সত্য প্রসাদ মজুমদার। স্বাগত বক্তব্য রাখেন আয়োজক কমিটির সভাপতি অধ্যাপক ড. এ. কে. এম. আকতার হোসেন, বিসিএর সাধারণ সম্পাদক ও বিসিএসআইআরের চেয়ারম্যান অধ্যাপক ড. আফতাব আলী শেখ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিসিএর সভাপতি অধ্যাপক ড. আলতাফ হোসেন।
সবশেষে ধন্যবাদ জানান সম্মেলনের আয়োজক কমিটির সেক্রেটারি অধ্যাপক ড. এম. মিজানুর রহমান। এতে বাংলাদেশ, ভারত, জাপান, জার্মানি এবং মার্কিন যুক্তরাষ্ট্রের প্রখ্যাত অধ্যাপক অংশগ্রহণ করেন এবং এতে বিজ্ঞানীরা সশরীরে ও অনলাইনের মাধ্যমে তাদের গবেষণার ফলাফল উপস্থাপন করেন।
Discussion about this post