শিক্ষার আলো ডেস্ক
ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশে (ইউল্যাব) তৃতীয় বারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে হাল্ট প্রাইজ অন ক্যাম্পাস ২০২২/২৩ প্রোগ্রাম। এতে রেজিস্ট্রেশন প্রক্রিয়াও শুরু হতে যাচ্ছে দ্রুত।
‘হাল্ট প্রাইজ’ হলো একটি বছরব্যাপী ব্যবসায়িক প্রতিযোগিতা যেখানে বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের সার্থক উদ্ভাবনী টেকসই ব্যবসায়িক ধারণার মাধ্যমে চারপাশে ঘটছে এমন সামাজিক সমস্যা সমাধানের জন্য প্রতিযোগিতা করে, এবং যা আমাদের বিশ্বের উন্নতির জন্য একটি বড় উপকারী প্রভাব আনবে। এটি মূলত সামাজিক উদ্যোক্তাতার মাধ্যমে বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ সমস্যাগুলো সমাধান করার জন্য বিশ্বজুড়ে তরুণদের চ্যালেঞ্জ করে।
এই বছর, ‘হাল্ট প্রাইজ ২২/২৩’ এর চ্যালেঞ্জ হচ্ছে ‘রিডিজাইনিং ফ্যাশন’ যেখানে তরুণ উদ্যোক্তাদের পোশাক এবং ফ্যাশন শিল্পে একটি উদ্ভাবনী সামাজিক উদ্যোগ ধারণা নিয়ে আসতে হবে যা দ্বারা পোশাক কে আরও টেকসই করা যেতে পারে।
‘ইউল্যাব হাল্ট প্রাইজ ২০২৩’ এর ক্যাম্পাস ডিরেক্টর, কাজী আনজুম আকিব নিঝুম বলেন, এই ব্যবসায়িক প্রতিযোগিতা শুধুমাত্র কিছু পুরস্কার অর্জনের দুর্দান্ত উপায় নয় বরং আপনার যেকোনো সমস্যা-সমাধান, নেতৃত্ব এবং সমালোচনামূলক চিন্তাভাবনার দক্ষতাকেও আরও তীক্ষ্ণ করে তুলবে যা আপনার ভবিষ্যৎ ক্যারিয়ারে কাজে আসবে। তাই মেগা আন্তর্জাতিক ব্যবসায়িক প্রতিযোগিতায় অংশ নেওয়ার এই সুবর্ণ সুযোগটি মিস না করে এখনই রেজিস্ট্রেশন এর প্রস্তুতি নিন।
প্রোগ্রামের উপদেষ্টা ঐশিক আহমেদ বলেন, আমাদের নিজস্ব নোবেল বিজয়ী ডক্টর মুহাম্মদ ইউনূস এই প্রতিযোগিতাটিকে ‘ছাত্রদের জন্য নোবেল পুরস্কার’ হিসেবে গণ্য করেছেন। তাই, আমি সব শিক্ষার্থীদের এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে এবং শুধুমাত্র বিশ্ববিদ্যালয়ে নয়, সমগ্র বিশ্বের কাছে আপনার প্রতিভা প্রদর্শন করাতে উৎসাহিত করছি। এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে আপনি প্রচুর অভিজ্ঞতা এবং দক্ষতা পাবেন যা ভবিষ্যতে আপনাকে সাহায্য করবে।
এ বছরের শুরুতে, ইউল্যাব হাল্ট প্রাইজের পূর্ববর্তী ক্যাম্পাস ডিরেক্টর, আব্দুল্লাহ সরোয়ার আলিফের নেতৃত্বে ইউল্যাব সেন্ট্রাল অ্যান্ড সাউথ এশিয়ার মধ্যে ‘প্রোগ্রাম অব দ্য ইয়ার অ্যাওয়ার্ড ২০২২’ জিতে যা পরে তাকে নিউইয়র্ক-এ অনুষ্ঠিত ‘হাল্ট প্রাইজ গ্লোবাল ফাইনাল’ এ ভি আই পি অতিথি হিসেবে ইউল্যাব ও সমগ্র উপমহাদেশকে সারা বিশ্বের কাছে তুলে ধরতে সক্ষম করে।
এই হাল্ট প্রাইজ অন ক্যাম্পাস রাউন্ডটি যৌথভাবে আয়োজন করা হবে ‘ইউল্যাব কো-কারিকুলার অফিস’ এর সঙ্গে। ইউল্যাব কো-কারিকুলার অফিস ইতোমধ্যে হাল্ট প্রাইজ ২২/২৩ এর জন্য ৩০ জন সদস্যের অর্গানাইজিং কমিটি রিক্রুট করেছে।
তাছাড়া, হাল্ট প্রাইজ বিশ্বব্যাপী শিক্ষার্থীর জন্য প্রভাব কেন্দ্রীভূত প্রোগ্রাম এবং প্রশিক্ষণ চালু করে, এবং একটি উন্নত বিশ্ব গড়ে তোলার জন্য সর্বত্র তরুণদের জন্য একটি পথ তৈরি করে দেয়। তাই ইউনিভার্সিটির সব শিক্ষার্থীদের এই ইন্টারন্যাশনাল ব্যবসায়িক প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য অনুপ্রাণিত করা হচ্ছে।
Discussion about this post