নিজস্ব প্রতিবেদক
আগামী ৩০ ডিসেম্বর প্রাথমিকের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। বার্ষিক পরীক্ষায় ভালো করা বিদ্যালয়ের ২০ শতাংশ শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে। এই পরীক্ষার ফি নির্ধারণ করা হয়েছে ৫০ টাকা।
বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে বৃত্তি পরীক্ষার ফি আদায় সংক্রান্ত নির্দেশনা দেওয়া হয়েছে। এ সংক্রান্ত একটি চিঠি দেশের সব জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে।
চিঠিতে বলা হয়েছে, “প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফি ছাত্র-ছাত্রী প্রতি পঞ্চাশ টাকা নির্ধারণ করা হয়েছে। উপজেলা ও থানা শিক্ষা অফিসাররা নির্ধারিত হারে ফি আদায় করে আদায়কৃত টাকা (কোড নম্বর ১-২৪৩১-০০০১-২০৩১ পুরাতন ও ১৪২২৩২৬ পরীক্ষা ফি নতুন) পরীক্ষা ফি খাতে ট্রেজারি চালানের মাধ্যমে সরকারি কোষাগারে জমা দেবেন।
জেলা প্রাথমিক শিক্ষা অফিসারদের জেলার আওতাধীন সব উপজেলা ও থানার আদায়কৃত টাকা জমা দেয়ার বিষয়টি নিশ্চিত করতে হবে এবং জমাকৃত টাকার ট্রেজারি চালানের ছায়লিপিসহ তথ্য ইমেইলে (ddestabdpe@gmail.com) ২৪ ডিসেম্বরের মধ্যে অধিদপ্তরে পাঠাতে হবে।
Discussion about this post