নিজস্ব প্রতিবেদক
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ৩৩ জন এমবিএ শিক্ষার্থীর হাতে বিশেষ কৃতিত্বপূর্ণ ফলাফলের জন্য ডিনস অ্যাওয়ার্ড তুলে দেয়া হয়েছে আজ। ব্যবসা প্রশাসন অনুষদের ৫টি বিভাগের এমবিএ পরীক্ষায় সর্বোচ্চ সিজিপিএ অর্জনের জন্য তাদের এই সম্মাননায় ভূষিত করা হয়।উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার শহীদ তাজউদ্দিন আহমদ সিনেট ভবনে এক অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে এই পুরস্কার তুলে দেন। ২০১৭ সাল হতে ২০১৯ পর্যন্ত উত্তীর্ণ এই ছাত্রছাত্রীদের সম্মাননা ক্রেস্ট, সনদপত্র ও ও নগদ পাঁচ হাজার করে টাকা দেওয়া হয়।
বিশেষ অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. সুলতান-উল-ইসলাম বলেন, সর্বোচ্চ ফলাফলধারী এই মেধাবীর অর্জিত জ্ঞান কাজে লাগিয়ে দেশকে অনন্য উচ্চতায় নিয়ে যাবে।
পুরস্কারপ্রাপ্ত শিক্ষার্থীরা সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং দোয়া কামনা করেন।
উক্ত অনুষ্ঠান সঞ্চালনা করেন ফাইন্যান্স বিভাগের অধ্যাপক মো. মোকছিদুল হক। সভাপতিত্ব করেন বিজনেস স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক মো. ফরিদুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপ-উপাচার্য অধ্যাপক মো. সুলতান-উল-ইসলাম, উপ-উপাচার্য অধ্যাপক মো. হুমায়ুন কবীর ও কোষাধ্যক্ষ অধ্যাপক মো. ওবায়দুর রহমান প্রামানিক।
Discussion about this post