শিক্ষার আলো ডেস্ক
এবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ১০৩ জন শিক্ষার্থী পাচ্ছেন স্বর্ণপদক। আগামী ৩০ জানুয়ারি (সোমবার) কৃতি এই শিক্ষার্থীদের হাতে পদক তুলে দিবেন মাননীয় শিক্ষামন্ত্রী ডা.দীপু মনি।
আজ বুধবার (১৮ জানুয়ারি) এই তথ্য নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড.মো.সুলতান-উন-ইসলাম।
তিনি বলেন,বিভিন্ন বিভাগের প্রথম শ্রেণিসহ প্রথম স্থান অর্জনকারী কৃতি শিক্ষার্থীদের হাতে অগ্রণী ব্যাংক স্বর্ণপদক, মমতাজ উদ্দিন স্বর্ণপদক , ডা.এ কে খান স্বর্ণপদক এই তিন ক্যাটাগরিতে মোট ১০৩ জন শিক্ষার্থীর হাতে স্বর্ণপদক তুলে দিবেন শিক্ষামন্ত্রী ডা.দীপু মনি। এরপরে তিনি ১৭ কোটি টাকা ব্যয়ে আধুনিকায়নকৃত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম অডিটোরিয়ামটিরও উদ্বোধন করবেন।
Discussion about this post